পাশাপাশি দলের মধ্যে তাঁকে কোণঠাসা করে রাখারও অভিযোগ করেছেন অনুপম। তিনি বলেন, ‘‘রাজ্যের কোর কমিটির মধ্যে আমি ঢুকে গেলে ওলট-পালট হয়ে যাবে। যে সিন্ডিকেট চলে ওই সিন্ডিকেটগুলো ঘেঁটে যাবে। এই জন্য আমাকে কোনও রাজ্য অফিসের বৈঠক বা অনুষ্ঠানে ডাকা হয় না।’’
আরও পড়ুন: ওয়েটিং লিস্টে আটকে আছে টিকিট? Confirm হবে তো…? এক্ষুনি বুঝে নিন ‘এই’ কোড দেখে!
advertisement
আরও পড়ুন: দুধে লবণ যোগ করলে কী হয় জানেন…? উত্তর শুনলে চমকে যাবেন!
বলাবাহুল্য, ‘অকালকুষ্মান্ড অনুপম হঠাও বিজেপি বাঁচাও’। শান্তিনিকেতন জুড়ে অনুপম হাজরার বিরুদ্ধে পোস্টার দেয় ‘আদি বিজেপি’। ‘আদি বিজেপি কর্মীবৃন্দ’ নামে বিজেপির একাংশের দেওয়া এই পোস্টারে অনুপম হাজরাকে ‘সেটিংবাজ’ বলেও কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে।
এবার নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার তুলে ধরে অনুপম লিখেছেন,’আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রতিষ্ঠিত চোর, দুর্নীতিগ্রস্ত, এবং সেটিংবাজদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রাখা হয়েছে; তাই আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি ।
আর সেটা শুনে যে চোরের সবথেকে বেশি রাগ হয়েছে, যার জেলা কমিটির সভায় ঠিকমতো কোরাম অব্দি হয় না, সেই চোর রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার দেওয়া করিয়েছে।’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী