TRENDING:

Anupam Hazra:‘অকাল কুষ্মাণ্ড...’ আদি বিজেপির পোস্টারে তোলপাড় শান্তিনিকেতন! পাল্টা 'স্লোগান' শেল অনুপম হাজরার

Last Updated:

Anupam Hazra: তৃণমূলের স্লোগানের সুরে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। কার্যত থামছেনই না কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের স্লোগানের সুরে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। কার্যত থামছেনই না কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। এ বার দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাজ্য নেতৃত্ব থেকে জেলা সভাপতিদের চরম কটাক্ষ করলেন তিনি। তাঁর কথায়, ‘‘দলের মধ্যে যে সমস্ত ভাইরাস আছে, সেই ভাইরাসকে আগে বের করুন। দরকার পড়লে দু’ চারটে থাপ্পড় মারতে হয় মারুন। কোনও অসুবিধা নেই।’’
অনুপম হাজরা
অনুপম হাজরা
advertisement

পাশাপাশি দলের মধ্যে তাঁকে কোণঠাসা করে রাখারও অভিযোগ করেছেন অনুপম। তিনি বলেন, ‘‘রাজ্যের কোর কমিটির মধ্যে আমি ঢুকে গেলে ওলট-পালট হয়ে যাবে। যে সিন্ডিকেট চলে ওই সিন্ডিকেটগুলো ঘেঁটে যাবে। এই জন্য আমাকে কোনও রাজ্য অফিসের বৈঠক বা অনুষ্ঠানে ডাকা হয় না।’’

আরও পড়ুন: ওয়েটিং লিস্টে আটকে আছে টিকিট? Confirm হবে তো…? এক্ষুনি বুঝে নিন ‘এই’ কোড দেখে!

advertisement

আরও পড়ুন: দুধে লবণ যোগ করলে কী হয় জানেন…? উত্তর শুনলে চমকে যাবেন!

বলাবাহুল্য, ‘অকালকুষ্মান্ড অনুপম হঠাও বিজেপি বাঁচাও’। শান্তিনিকেতন জুড়ে অনুপম হাজরার বিরুদ্ধে পোস্টার দেয় ‘আদি বিজেপি’। ‘আদি বিজেপি কর্মীবৃন্দ’ নামে বিজেপির একাংশের দেওয়া এই পোস্টারে অনুপম হাজরাকে ‘সেটিংবাজ’ বলেও কটাক্ষ করে দল থেকে বহিষ্কারের দাবি উঠেছে।

advertisement

এবার নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার তুলে ধরে অনুপম লিখেছেন,’আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রতিষ্ঠিত চোর, দুর্নীতিগ্রস্ত, এবং সেটিংবাজদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রাখা হয়েছে; তাই আমি চোর মুক্ত বিজেপির ডাক দিয়েছি ।

আর সেটা শুনে যে চোরের সবথেকে বেশি রাগ হয়েছে, যার জেলা কমিটির সভায় ঠিকমতো কোরাম অব্দি হয় না, সেই চোর রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার দেওয়া করিয়েছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anupam Hazra:‘অকাল কুষ্মাণ্ড...’ আদি বিজেপির পোস্টারে তোলপাড় শান্তিনিকেতন! পাল্টা 'স্লোগান' শেল অনুপম হাজরার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল