অনুব্রত মণ্ডল।
ফলে আপাতত অনুব্রতকে যে হাসপাতালেই ভর্তি রাখা হবে, তা স্পষ্ট৷ গতকালই অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের গিয়ে চিঠি দেন। সেখানে অনুব্রত জানান, চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন৷ তাঁর 'মাইল্ড হার্ট অ্যাটাক' হয়েছে বলেও জানান এসএসকেএম হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷
advertisement
আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে বাংলায় আসছে বৃষ্টি! কোন কোন জেলায়, জানুন Latest Update
বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অক্সিজেন কম মাত্রায় আছে তাঁর শরীরে। বুকে ব্যথা কিছুটা কম। তবে, ঘুম ভালো হয়নি। আজ আবার মেডিকেল বোর্ড তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। ডায়াবেটিস রয়েছে তৃণমূল নেতার। যদিও অনুব্রতর চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই এখনও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেনি।
আরও পড়ুন: অনুব্রতর 'মাইল্ড হার্ট অ্যাটাক', জানালেন চিকিৎসক! সিবিআই-কে চিঠি দিলেন তৃণমূল নেতা
প্রসঙ্গত, বুধবারই নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের৷ কিন্তু সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত৷ সেখানে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে গঠিত হয় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি৷