এরপরই কপিল সিব্বলকে বিচারপতি জয়মাল্য বাগচী জিজ্ঞাসা করেন, ''কতগুলি মামলা আপনার মক্কেলের বিরুদ্ধে দায়ের হয়েছে?'' কপিল সিববলের উত্তর, ''দুটি। একটু গরুপাচারের মূল মামলা, আরেকটি PMLA মামলা।''
বিচারপতির প্রশ্ন, ''PMLA মামলায় কতদিন জেলে আছেন?'' সিব্বলের উত্তর, ''১৭ ই নভেম্বর থেকে।'' এরপরই বিচারপতি বলেন, ''তাহলে একমাসও হয়নি।''
আরও পড়ুন: ঘর খুলতেই মেঝেতে মেয়ের দেহ, বিছানায় জামাইয়ের! পাশে পড়ে পোড়া কাঠকয়লা, কিন্তু কেন?
advertisement
এই মামলায় এদিন হলফনামা দেওয়ার সময় চাইল সিবিআই। সময় মঞ্জুরও করে আদালত। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। অপরাধ মূলক ষড়যন্ত্রে কতটা যুক্ত, সেটাই আদালত খতিয়ে দেখতে চায়, এমনটাই বলেন বিচারপতি জয়মাল্য বাগচী।
আরও পড়ুন: 'চাটাই' অস্ত্রেই বাজিমাত করতে চায় তৃণমূল, নন্দীগ্রামের জন্য 'সুপারহিট' পরিকল্পনা
অনুব্রত জামিনের আবেদনের উপর সিবিআই তাদের বিরোধীতা করে যুক্তি দেবে হলফনামায় ৯ ডিসেম্বর মধ্যে। অনুব্রত মণ্ডলের জামিন আবেদন ২০০ পাতার। স্বল্প সময় দেওয়া হোক উত্তর দেওয়ার জন্য, এমনটাই আবেদন করে সিবিআই। সেই সময় মঞ্জুর করে আদালত।