অন্যদিকে, জানা গিয়েছে, দিল্লির যে আদালতে মামলা চলছে, সেখানে দোলের জন্য ছুটি রয়েছে। তাই রাত ৮টা নাগাদ ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হতে পারে অনুব্রতকে। সূত্রের খবর, ইতিমধ্যে দিল্লিতে থাকা ইডি আধিকারিকরা সেই অনুমতি জোগাড় করার চেষ্টা চালাচ্ছেন। রাত ৮ টার সময়ে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করার সময়ে অনুব্রত মণ্ডল এবং ইডির উভয় পক্ষের আইনজীবীরাও উপস্থিত থাকবেন। তবে দিল্লিতে গিয়েই সরাসরি অনুব্রতকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে না। সেখানে গিয়েই ফের একদফা শারীরিক পরীক্ষা করা হবে অনুব্রতর।
advertisement
প্রসঙ্গত, এদিন ভোরেই অনুব্রতকে সংশোধনাগার থেকে বার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়৷ অনুব্রতকে শেষ পর্যন্ত সকাল ৬.৪৩ মিনিটে জেল থেকে বার করা হয়। প্রথম নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে সুপারের ঘরে যান তিনি, তার পর তাঁকে বার করে নিয়ে যাওয়া হয়। রঙের উৎসবের দিন সবুজ রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে অনুব্রতকে।
আরও পড়ুন, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় কাটল জটিলতা, বল এবার ইডি-র কোর্টে
আরও পড়ুন, নিশানায় মমতা! প্রধানমন্ত্রীকে এবার চিঠি পাঠালেন শুভেন্দু
যদিও এই গোটা প্রক্রিয়ার সময় অনুব্রতকে একাধিক প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি৷ গোটা সময়টাতেই নিশ্চুপ ছিলেন তিনি৷ এর পর পৌনে সাতটা নাগাদ গাড়ি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। কলকাতার ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়৷ এর পর ৮.৪৫ মিনিট নাগাদ শক্তিগড়ের কাছে এসে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের গাড়ি। সেখানে তিনি হাত-মুখ ধুয়ে প্রাতঃরাশ সারেন বলে খবর৷ কচুরি, চাটনি, তরকারি ও সুগার ফ্রি মিষ্টি খান।