TRENDING:

Anubrata Mondal: হাজিরা দেবেন, তবে শর্ত দিলেন অনুব্রত! সিবিআই-কে চিঠিতে কী জানালেন তৃণমূল নেতা?

Last Updated:

গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল৷ এর পরই ফের তাঁকে হাজিরা দেওয়ার নতুন করে নোটিস পাঠায় সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কাছে ফের নতুন করে সময় চাইলেন অনুব্রত মণ্ডল৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তৃণমূল নেতার আবেদন, আগামী ২১ মে-র পরই যেন তাঁকে তলব করা হয়৷ অনুব্রতর হয়ে তাঁর আইনজীবী এ দিন সিবিআই-এর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন৷
অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
advertisement

গত শুক্রবার এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল৷ এর পরই ফের তাঁকে হাজিরা দেওয়ার নতুন করে নোটিস পাঠায় সিবিআই৷ গরু পাচার মামলা ছাড়াও অনুব্রতকে ভোট পরবর্তী হিংসা মামলাতেও হাজিরার নির্দেশ দেওয়া হয়৷ যদিও চিকিৎসকরা তাঁকে একমাস বিশ্রাম নিতে বলেছেন, এই যুক্তি দেখিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷

advertisement

আরও পড়ুন: আসানসোলের জন্য নয়, জেতার পর শত্রুঘ্নকে অন্য গুরুদায়িত্ব দিলেন মমতা!

সূত্রের খবর, এ দিন অনুব্রত মণ্ডলের তরফে সিবিআই-কে চিঠি দিেয় জানানো হয়েছে, দুই মামলাতেই তাঁেক যেন ২১-মের পরে তলব করা হয়৷ কারণ এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাই তাঁকে একমাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন৷ তবে সিবিআই কর্তারা চাইলে তাঁর বাড়িতে এসে তাঁকে জেরা করতে পারেন বলেও চিঠিতে জানিয়েছেন তৃণমূল নেতা৷ যদিও সিবিআই অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁকে জেরা করবে, এমন খবর এখনও পর্যন্ত নেই৷ এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অনুব্রত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় ছোটদের জন্য আলাদা আনন্দ! বাচ্চাদের নিয়ে গেলে মিস করবেন না এই রঙিন পার্ক, রইল হদিশ
আরও দেখুন

তবে অনুব্রতর অসুস্থতার যুক্তি সহজে মানতে নারাজ িসবিআই৷ সূত্রের খবর, অনুব্রত হাসপাতালে ভর্তি থাকাকালীন এসএসকেএম-এর চিকিৎসকরা যে রিপোর্ট সিবিআই-কে পাঠিয়েছিলেন, তা দিল্লির এইএমস-এর চিকিৎসকদের দিয়ে খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছে৷ অনুব্রত মণ্ডলকে এই সময় জেরা করা সম্ভব কি না, সে বিষয়েই নিশ্চিত হতে চাইছেন সিবিআই কর্তারা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: হাজিরা দেবেন, তবে শর্ত দিলেন অনুব্রত! সিবিআই-কে চিঠিতে কী জানালেন তৃণমূল নেতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল