গরু পাচারকাণ্ডে এর আগেও বারবার সুকন্যাকে ডেকেছিল ইডি। কিন্তু বারবার সেই হাজিরা এড়ান সুকন্যা। বর্তমানে দিল্লিতে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে সুকন্যাকে বারবার ডাকছে ইডি। শুধু সুকন্যা নয়, তাঁর গাড়ির চালক তুফান মিদ্দা, যুব তৃণমূল নেতা কৃপাময় ঘোষকেও দিল্লি তলব করেছে ইডি।
advertisement
গত ৭ মার্চ গরুপাচারকাণ্ডে অভিযুক্ত বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় ইডি। তার পর থেকে টানা ইডি হেফাজতে ছিলেন তিনি। ইডি সূত্রের খবর, এর আগে ইডির দফতরে হাজিরা দিয়ে সুকন্যা জানিয়েছিলেন, তাঁর যাবতীয় লেনদেনের ব্যাপারে জানেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল। যার ফলে সুকন্যা ও অনুব্রতকে মুখোমুখি বসানো একান্ত প্রয়োজনীয় বলে মনে করছেন গোয়েন্দারা। কিন্তু সুকন্যা কিছুতেই দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন না। ফলে বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন: 'তাতে আপনাদের কী...?' জাতীয় দলের স্বীকৃতি চলে যাওয়ায় বিরোধীদের কটাক্ষ! সামাল দিতে কী কৌশল তৃণমূলের?
গত বছর অগস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সিবিআই সূত্রের দাবি, সেই সময় বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলেও তিনি প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। জানিয়েছিলেন, ওই সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি এখন ইডি হেফাজতে) দিতে পারবেন। ইডি সূত্রে খবর মিলেছে, সেই কারণেই অনুব্রত ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবে হয়েছে। তদন্তকারীদের একাংশ মনে করছেন, তাতে রহস্যের জট অনেকটাই খুলবে।