কেন সুকন্যাকে গ্রেফতার করল ইডি? তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বারবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এই মর্মেই আবার নোটিস পাঠানো হয়েছিল। এরপরই দিল্লিতে হাজির হন সুকন্যা। টানা দুদিন জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হল সুকন্যাকে।
সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে দশটার সময় ডাকা হয়েছিল সুকন্যাকে। নির্ধারিত সময়ই তিনি গিয়েছিলেন ইডি দফতরে। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার পর নানা অসঙ্গতি ধরা পড়ে সুকন্যার বক্তব্যে। প্রায় সমস্ত প্রশ্নেই সুকন্যা জানিয়েছিলেন, তার কিছু জানা নেই। সমস্ত কিছু তাঁর বাবা অনুব্রত মণ্ডল জানে।
advertisement
আরও পড়ুন: একসঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা! অভিষেকের জনসংযোগ যাত্রার মধ্যে বিরাট চাপে শাসক দল
ইডি-র অভিযোগ, তদন্তে বিভ্রান্ত করছিলেন সুকন্যা। পাশাপাশি অসহযোগিতাও করছিলেন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, একই অভিযোগ সুকন্যা মণ্ডলের বিরুদ্ধেও তুলেছে ইডি। ANM প্রাইভেট লিমিটেড কোম্পানির বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়, এছাড়া নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল।
আরও পড়ুন: 'দরজা খোলা, দল থেকে বেরিয়ে যাক', চরম হুঁশিয়ারি অভিষেকের! নিশানায় কারা, জানেন?
ভোলে বোম রাইস মিলের অন্যতম ডিরেক্টরও ছিলেন সুকন্যা। আগামিকাল, বৃহস্পতিবার রাইস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে। ইডির অভিযোগ, একজন সাধারণ শিক্ষিকার এত বিপুল সম্পত্তি কীভাবে হল? সেই প্রশ্নের উত্তরে অসংগতি মিলেছে। রাইস মিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সহ একাধিক বিপুল সম্পত্তি। টাকার উৎস বলতে পারেনি। এরপরই গ্রেফতার করা হয় সুকন্যাকে।