মণীশের জামিনে খুশি স্বয়ং অনুব্রত মণ্ডল। নিজের জামিনের খবর পেয়েই একই জেলে বন্দী অনুব্রতকে জানান মনীশ। খুশি হয়ে অনুব্রত বলেছেন, ‘যাক, জামিন নাকোচের চেনটা ভাঙল তাহলে !’ অনুব্রতর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, মণীশের জামিনে খুশি অনুব্রত।
আরও পড়ুন: সর্বনাশ! আশোকনগরে ডাস্টবিনে ওগুলো কী! মাথায় হাত কত মানুষের
advertisement
গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। বুধবার দিল্লির আদালত অনুব্রতের জেল হেফাজতের মেয়াদ ফের বাড়িয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত করেছে। অন্য দিকে, তিহাড়ে বন্দি তাঁর কন্যা সুকন্যাও। আগেই সুকন্যার জেল হেফাজতের মেয়াদ আগামী বছরের জানুয়ারি করেছে আদালত।
আরও পড়ুন: সর্বনাশ! বাড়িতে খাঁচার মধ্যে ওগুলো কী! চক্ষু চড়কগাছ পুলিশের, তাজ্জব বন দফতরও
তবে, সুপ্রিম কোর্টে অনুব্রত জামিনের আবেদন করেছেন। এর আগে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অনুব্রত। এমনকী দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার জামিনের আবেদনও। তবে জামিন পেলেন অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি।