Animal: সর্বনাশ! বাড়িতে খাঁচার মধ্যে ওগুলো কী! চক্ষু চড়কগাছ পুলিশের, তাজ্জব বন দফতরও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Animal: পুলিশ দেখেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায় জিয়াউল হক খান। তারপরে বাড়িতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের।
কুলতলি: বাড়ির মধ্যে থাকা লুকানো লোহার খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি। পলাতক বাড়ির মালিক। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ জয়নগর ২ নম্বর ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর এলাকার জিয়াউল হক খানের বাড়িতে হানা দেয়।
পুলিশ দেখেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায় জিয়াউল হক খান। তারপরে বাড়িতে ঢুকে চক্ষু চড়কগাছ পুলিশের। লুকোনো একটি লোহার খাঁচার মধ্যেই রয়েছে আস্ত ময়ূর ও বাজপাখি। সঙ্গেসঙ্গেই খবর দেওয়া হয় বন দফতরকে।
advertisement
তারপরে সেই লোহার খাঁচা থেকে ময়ূর ও বাজপাখিকে উদ্ধার করে বকুলতলা থানায় নিয়ে আসে পুলিশ। আজ বনদফতরের হাতে ময়ূর ও বাজপাখিটি তুলে দেবে বকুলতলা থানা পুলিশ।
advertisement
পাশাপাশি জিয়াউল হক খানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে ময়ূর ও বাজপাখি বাড়ির মধ্যে খাঁচা বন্দি করে রেখেছিল জিয়াউল? সে কি কোন পাচার চক্রের সঙ্গে জড়িত? সব উত্তর জিয়াউল হক খান ধরা পড়লেই জানা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 10:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Animal: সর্বনাশ! বাড়িতে খাঁচার মধ্যে ওগুলো কী! চক্ষু চড়কগাছ পুলিশের, তাজ্জব বন দফতরও

