এরপরই তদন্ত এখন কোন পর্যায়ে আছে, তা জানতে সিবিআইকে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদীর এজলাসে এই শুনানি হয়।
আরও পড়ুন: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?
এক বছরেরও বেশি সময় পার। এখনও জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় তাঁকে বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। এরপর দীর্ঘ সময় তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। আপাতত কেষ্টর ঠিকানা তিহাড়।
advertisement
আরও পড়ুন: লাখ-লাখ মানুষ পাবেন বিপুল সুবিধা, পিএম বিশ্বকর্মা প্রকল্পে কাদের মিলবে সাহায্য! জানুন
সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের কড়া নেড়েছিলেন অনুব্রত মণ্ডল। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। সুপ্রিম কোর্টে কি স্বস্তি পেতে পারেন অনুব্রত মণ্ডল? প্রশ্ন উঠছে তা নিয়ে। উল্লেখ্য, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরপর তাঁকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে ইডি-ও। আর এই তদন্তকারী সংস্থার হেফাজতেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল কেষ্টকে।
প্রাথমিক কয়েকদিনের ED হেফাজতের পরে অনুব্রত মণ্ডলকে তিহাড়ে পাঠানো হয়। শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করেছে ইডি। আপাতত সুকন্যাও তিহাড় জেলেই বন্দি।