TRENDING:

যে নিজাম প্যালেস এড়াচ্ছিলেন বারবার, আজ রাত থেকে সেই ঠিকানাতেই অনুব্রত মণ্ডল

Last Updated:

Anubrata Mondal: বৃহস্পতিবার আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা। ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ কটাক্ষও ছুড়ে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। আর এই নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, আর আসানসোল বা বীরভূম নয়, বৃহস্পতিবার রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’’ এমনই নির্দেশ দিয়েছে আদালত।
নিজামে আনা হচ্ছে অনুব্রতকে
নিজামে আনা হচ্ছে অনুব্রতকে
advertisement

বৃহস্পতিবার আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা। ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ কটাক্ষও ছুড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অনুব্রতর বাড়িতে যায় সিবিআই। এর পর সাড়ে ১১টা নাগাদ অনুব্রতকে নিয়ে তাঁর নিচুপট্টির বাড়ি থেকে বেরোন তদন্তকারীরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেই সময়ই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই।

advertisement

আরও পড়ুন: আর পথ নেই পার্থর! এক নথিতেই সব ফাঁস, পরিবারের দিকে চোখ দিতেই চক্ষু চড়কগাছ ইডি-র

এদিন বাড়িতে ঢুকেই ভিতরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই তদন্তকারীরা। বাইরে থেকে বন্ধ করা হয় বাড়ির গেট। তৃণমূল জেলা সভাপতির নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নিচুপট্টি এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়িয়ে যান অনুব্রত। শারীরিক সমস্যার কারণে ১৪ দিনের জন্য ফের সময় চেয় নেন। কিন্তু সেই সময় তাঁকে দিল না সিবিআই। এদিনই গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলকে।

advertisement

আরও পড়ুন: বাধা পেরিয়ে বাড়িতে ঢুকেই অবাক সিবিআই! অনুব্রত যা করলেন, সিনেমাও হার মানবে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সিবিআই সূত্রে খবর, প্রথমে অ্যারেস্ট মেমো-তে সই করতে রাজি হচ্ছিলেন না অনুব্রত। কিন্তু শেষমেশ হাল ছেড়ে দেন বীরভূমের 'বেতাজ বাদশা'।

বাংলা খবর/ খবর/কলকাতা/
যে নিজাম প্যালেস এড়াচ্ছিলেন বারবার, আজ রাত থেকে সেই ঠিকানাতেই অনুব্রত মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল