TRENDING:

Anubrata Mondal: এবার সামনাসামনি...ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার! অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠকে কী কথা হল...

Last Updated:

জানা গিয়েছে, ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার। শনিবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বৈঠকে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসাবে হাজির ছিলেন অনুব্রত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘প্রকাশ্যে এত মন্তব্য কেন?’ অডিও কাণ্ডের পরে প্রথম প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ আর সেখানেই নেতৃত্বের কাছে খেলেন তুমুল বকা৷ সূত্রের খবর, এদিন কাজল শেখ আর অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা করে বৈঠক করেন নেতৃত্ব৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই পৃথক বৈঠক৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার। শনিবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। বৈঠকে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসাবে হাজির ছিলেন অনুব্রত।

আরও পড়ুন: ভারতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল ইজরায়েল! এমন কাজ কী করে করল…ছি ছি করছে সবাই

advertisement

বৈঠকে কাজল এবং অনুব্রতের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ রাখা হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়কেও৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই বৈঠক৷

জানা গিয়েছে, অনুব্রতকে বলা হয়েছে, ‘‘দল অনেক ভেবে চিন্তে চলে। ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে একসাথেই চলতে হবে। সামনে ভোট এমন আচরণ করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না।’’ সূত্রের খবর, এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত।

advertisement

আরও পড়ুন: কোথায় দাম পৌঁছবে জানেন…পেট্রোল, ডিজেল আর…ইরানের যুদ্ধে জানেন কী প্রভাব পড়তে চলেছে ভারতে?

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

বোলপুরের IC-কে কদর্য কথা। মা-স্ত্রীয়ের প্রসঙ্গ তুলে নোংরা মন্তব্য। সেখানে এমন শব্দবন্ধ ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল, যা প্রচারের অযোগ্য। এই ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। তারপরে অবশ্য হাজিরা দেন কেষ্ট৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: এবার সামনাসামনি...ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার! অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা বৈঠকে কী কথা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল