বিভিন্ন জেলায় জেলায় বৈঠক হবে ইআরও-দের। এই প্রথম ERO-রা বৈঠক করবেন বিএলও-দের সঙ্গে। আগামী ২৭ অক্টোবর বৈঠক হবে বিভিন্ন জেলায়।
উল্লেখ্য, আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ যে ছয় রাজ্যে ভোট রয়েছে, সেখানকার সিইওদের সঙ্গে একান্তে বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচনমুখী রাজ্যগুলিতে আগে এসআইআর করাতে পারে কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। বাংলায় এসআইআর চালু হবে কবে থেকে? নির্বাচন কমিশন সূত্রে খবর সব ঠিক থাকলে ঘোষণা হতে পারে চলতি সপ্তাহেই।
advertisement
বুধ ও বৃহস্পতিবার এসআইআর নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অসম, তামিলনাড়ু, পুডুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। নির্বাচনমুখী এই রাজ্যগুলিতে SIR-এর প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা হয়।