TRENDING:

Anubrata Mondal: নতুন বছরেও খুলল না কপাল, ফের জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল

Last Updated:

Anubrata Mondal: আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গরু পাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের৷  ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন কেষ্ট৷
অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
advertisement

আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, সম্প্রতি ১৭৭টি সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিজ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি অ্য়াকাউন্টের টাকা আরও কয়েকটি অ্যাকাউন্টে ঘুরে জমা পড়েছে দুটি চালকল সংস্থার অ্যাকাউন্টে, যে ২টি চালকলের সঙ্গে অনুব্রতর যোগ হয়েছে। সিবিআইয়ের দাবি, যাঁদের নামে অ্যাকাউন্ট তাঁদের অনেকেই বলেছেন যে তাঁরা সই করতে পারেন না। সিবিআইয়ের সন্দেহ অ্যকাউন্টের নথিতে সবকটি সই একই ব্যক্তি করেছে বলে তাদের সন্দেহ। সেই ব্যক্তিকেই এখন খুঁজছে সিবিআই।

advertisement

সিউড়ি কো-অপারেটিভ ব্যাঙ্কে হানা দিয়ে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই। এখানেই শেষ নয়, জানা যায়, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি দিয়ে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। গোয়েন্দাদের অনুমান, কালো থেকে সাদা করতেই এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল। এমনকি, গোটা বিষয়টির সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগসূত্র রয়েছে বলেও মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: 'আমরা আর কোনও রাস্তা পাইনি', মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি নিয়ে উত্তাল রাজধানী!

advertisement

সিবিআই সূত্রের খবর,শুধু ৫৪টি অ্যাকাউন্টেই ৪ কোটি টাকার লেনদেনের হদিস মিলেছে। বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডারই পেশায় চাষি বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, গরিব মানুষের কাছে অল্প দামে নগদে ধান কিনে চালকলে চাল করে খাদ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। বিক্রিমূল্য হিসাবে পাওয়া চেকের টাকা ঢুকেছে এই সমস্ত বেনামি অ্যাকাউন্টে গোয়েন্দারা মনে করছেন, কোনও একজন ব্যক্তিই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খোলার সময় সই করেছিলেন। সেই ব্যক্তির হদিস পেতে হস্তবিশারদের সাহায্য নেওয়ার কথা ভাবছে সিবিআই। পাশাপাশি, নথি যাচাই করতে ব্যাঙ্কিং সেক্টরের বিশেষজ্ঞদেরও মতামত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২

এদিকে, ১৭৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কয়েকটি অ্যাকাউন্টের মালিকের খোঁজ শুরু করতেই ঝুলি থেকে বেড়িয়ে পড়েছে বিড়াল। সিউড়ি সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে নিকটবর্তী হরিপুর গ্রামের সুন্দরী বসাকির। সব শুনে তো আকাশ থেকে পড়েন সুন্দরী। ব্যাঙ্কের নথি দেখে জানান, সই করা তো দূর অস্ত, তিনি লেখাপড়াই জানেন না। কী ভাবে তাঁর নামে কোনও ব্যাঙ্কে কেউ অ্যাকাউন্ট খুলল, তার বিন্দুবিসর্গ ধারণা তাঁর নেই বলে জানিয়েছেন সুন্দরী। অথচ সিউড়ির সমবায় ব্যাঙ্ক থেকে তাঁর নামে খোলা অ্য়াকাউন্টের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অন্যদিকে, আরেক অ্যাকাউন্ট হোল্ডার, মমতা মৃধা বলেন, "আমি কিছুই জানি না। সইটা আমার নয়। কী করে জানব কে এটা করেছে। আমি কিছুই জানি না।" মমতার দাবি, অ্যাকাউন্টের নথিতে যে সই রয়েছে, তা তাঁর নয়। মৃত ব্যক্তির নামেও হদিস মিলেছে সিউড়ির সমবায় ব্যাঙ্কে। পিয়াসাড়ার বাসিন্দা ভগীরথ ঘোষের দাবি, তাঁর ভাই গোপাল ঘোষ গত ৩ বছর আগেই মারা গেছেন। সেই মৃত গোপাল ঘোষের নামেও অ্যাকউন্ট রয়েছে সিউড়ির সমবায় ব্যাঙ্কে।

advertisement

আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওইদিনই গরু পাচার মামলায় আবারও আদালতে তোলা হবে তাঁকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: নতুন বছরেও খুলল না কপাল, ফের জেল হেফাজতেই অনুব্রত মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল