প্রসঙ্গত, গত ১১ অগাস্ট বোলপুরে নিজের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। এরপরই আসানসোলের ইএসএল গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। এরপর তাঁকে তোলা হয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। কিন্তু তখন বা তারপরেও যে গাড়িতে অনুব্রতকে নিয়ে আসা বা যাওয়া হচ্ছিল, এদিন সেই বদলে যায়।
আরও পড়ুন: শক্তিগড়ে থামল কনভয়, আদালতের পথে মুড়ি-চায়ে প্রাতঃরাশ সারলেন অনুব্রত
advertisement
যদিও এই বদল লক্ষ্য করা গিয়েছিল আগেই। এর আগে ছ’টি গাড়ির কনভয় নিয়ে কুড়ি জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নেওয়া হয়েছিল। অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছিল ইনোভা গাড়িতে চাপিয়ে। বুধবার অনুব্রতকে নিয়ে যাওয়া হয় আরও আরামদায়ক গাড়িতে। সঙ্গে নিরাপত্তায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান। সিবিআই সূত্রে খবর, পুরো বিষয়টিই অনুব্রতর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই করা হচ্ছে।
আরও পড়ুন: বিজেপির পথে সুবল? ত্রিপুরায় বড় ধাক্কা, সভাপতির পদ থেকে সরালো তৃণমূল
১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর আজই অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হয়৷ সকালে অবশ্য নিজাম প্যালেস থেকে বেরনোর সময় খোশমেজাজেই ছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুব্রত বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক৷' অনুব্রত নিজেই জানান, আগের তুলনায় তাঁর শরীর অনেক ভাল আছে৷