অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ পেতে তৎপর সিবিআই। সেই সূত্রেই ডেকে পাঠানো হয়েছিল তাঁর রাঁধুনিকেও। শুক্রবার বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। সূত্রের খবর, তাঁর অ্যাকাউন্ট থেকে কিছু লেনদেন হয়েছে, যা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। অন্যদিকে, শুক্রবার সকালেই সিবিআই-এর তরফে নোটিস দেওয়া হয়েছে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে।
আরও পড়ুন: সিবিআই, ইডির প্রতিবাদে জ্যাকেট খুলে পাঞ্জাবি দেখালেন ইদ্রিস, অভিনব প্রতিবাদ
advertisement
গরু পাচার মামলার তদন্তে আগেও সুকন্যার উপর নজর পড়েছিল সিবিআই-এর। একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে কী ভাবে তিনি এত সম্পত্তির মালিক হলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁর নামে থাকা রাইস মিলেও হানা দিয়েছিল সিবিআই। তাঁর নামে থাকা একাধিক জমির কথাও জানতে পেরেছেন তদন্তকারীরা। এবার সেই সম্পত্তি সংক্রান্ত নথি চাইলেন আধিকারিকরা। ইতিমধ্যে তাঁর বাড়িতে গিয়ে একদিন জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
আরও পড়ুন: মেলায় বেচতেন নকল সোনা, তাঁর বাড়িতেই লক্ষাধিক টাকার গয়না চুরি! মারাত্মক ঘটনা
বাংলাদেশে অনুব্রত মণ্ডল গরু পাচার করেছে এমন কোনও প্রমাণ এখনও নেই সিবিআই অফিসারদের কাছে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী ফারুক রাজ্জাক। তাঁর দাবি, এনামুলের সঙ্গে গরু পাচার করার কোনও প্রমাণ তাঁর মক্কেলের বিরুদ্ধে পাওয়া যায়নি। অহেতুক জামিনের বিরোধিতা করছে সিবিআই। আর সিবিআইয়ের পাল্টা দাবি, এনামুল হকের সঙ্গে সরাসরি গরু পাচারে যুক্ত অনুব্রত মণ্ডল। তাঁর অ্যাকাউন্ট্যান্টের নামেও বহু সম্পত্তির পেয়েছে সিবিআই। এনামুলের সঙ্গে টাকার লেনদেনের প্রমাণও আদালতে জমা দেওয়া হয়েছে।