West Bengal News: মেলায় বেচতেন নকল সোনা, তাঁর বাড়িতেই লক্ষাধিক টাকার গয়না চুরি! মারাত্মক ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে হাবরা থানার উত্তর হাবরা খেলার মাঠ এলাকায়।
#হাবরা: সারা বছর ধরে মেলায় মেলায় যে কিনা নকল সোনা বিক্রি করে সংসার চালাতেন, সেই ভ্রাম্যমান মেলার দোকানদারের বাড়ি থেকে চুরি গেল নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার আসল সোনার গয়না। পুজোর আগে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে হাবরা থানার উত্তর হাবরা খেলার মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকারই যুবক বাপ্পা দেবনাথ তাঁর পরিবারের বাকি সদস্য মা জয়ন্তী দেবনাথ এবং স্ত্রী রূপা দেবনাথকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলায় মেলায় ভ্রাম্যমান দোকান দিয়ে থাকেন হাবড়ার এই দেবনাথ পরিবার। ভ্রাম্যমান এই দোকান কখনও ধুবুলিয়া,কখনও তাহেরপুর, কখনও আবার কৃষ্ণনগর সব শেষে নদীয়ায় দুর্গাপুজো উপলক্ষ্যে দোকান সাজিয়ে রেখে বৃহস্পতিবার রাতে মা এবং স্ত্রীকে নিয়ে হাবড়ার বাড়িতে আসেন বাপ্পা দেবনাথ।
advertisement
advertisement
ঘরের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, বাড়ি না থাকার সুযোগ নিয়ে চোরের দল একে একে ঘরের পেছনের দরজা ভাঙে- গ্রিল কেটে -আলমারি ভেঙে নগদ পাঁচ হাজার টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর বাবাজিরা। হাতেগোনা কদিন পরেই বাঙালি নাচপুজো তার মধ্যে চুরির ঘটনায় রীতি মতো দুশ্চিন্তায় রয়েছেন দেবনাথ পরিবার।
advertisement
বাড়ির গৃহবধু রুপা দেবনাথ জানিয়েছেন, ''মেলায় মেলায় আমারা ইমিটেশন সোনা অর্থাৎ নকল সোনা বিক্রি করি আর আজ কিনা নিজদের বাড়িতে থাকা আসল সোনা চুরি হয়ে গেল। বাপের বাড়ি থেকে দেওয়া আংটি, কানের দুল, শাখা বাঁধানো সব শেষ। কিছুই আর নেই।'' তবে চুরির ঘটনার বিবরণ জানিয়ে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে হাবরা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2022 12:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মেলায় বেচতেন নকল সোনা, তাঁর বাড়িতেই লক্ষাধিক টাকার গয়না চুরি! মারাত্মক ঘটনা