গত বছর বোলপুরের বাড়িতে বসে টিভিতেই ‘২১ জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম’-এর দিনটি দেখেছিলেন অনুব্রত মণ্ডল। আর এবার তো তা-ও জুটবে বলে ভরসা নেই। দিল্লির তিহাড়় জেলের কড়া নিয়মে কোনও ভাবেই টেলিভিশনে চোখ রেখে ২১ জুলাই দেখার সৌভাগ্য হবে না অনুব্রতর কপালে। তার মধ্যে গত মঙ্গলবার ফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গিয়েছে তাঁর জামিনের মামলার শুনানি।
advertisement
আরও পড়ুন: অনুব্রত জেলে, ২১ জুলাই ‘হিট’ করাবে কে? রেকর্ডের অঙ্গীকার করলেন বীরভূমের ওঁরা!
মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা থাকলেও অসুস্থ হয়ে পড়েন ইডি-র আইনজীবী এস ভি রাজু। যার জেরে ওইদিন আদলতে উপস্থিত হতে পারেননি তিনি। তাই আদালতের কাছে সময় চায় ইডি। শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে আগামী ৩১ জুলাই। ফলে ২১ জুলাই তো দূর, আপাতত ৩১ রাতও অনুব্রতর কাটবে তিহাড়ের ভিতরেই। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলও।
আরও পড়ুন: নির্দলদের দলে ফেরানো নয়, পঞ্চায়েত ভোটের ফল বেরতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের
গত বছর ২১ জুলাইয়ের মঞ্চে অনুব্রতর অনুপস্থিতির পরই জল্পনা শুরু হয়েছিল। অসুস্থতার মধ্যে ‘কিছুক্ষণের জন্য হলেও যাব’ বলেও কেন যাননি সেদিন দিদির কেষ্ট? পরে অবশ্য ইডি-সিবিআইয়ের পদক্ষেপে সবই জলের মতো পরিষ্কার হয়ে যায়। গরু পাচার থেকে ভোট পরবর্তী হিংসার তদন্তে একাধিকবার বীরভূমের নেতাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। তারপর থেকে দলীয় কার্যালয়ে থাকলেও প্রকাশ্য সভায় দেখা যায়নি অনুব্রতকে। আর এ বছর তাঁর ঠাঁই জেলের কুঠুরিতে।