TRENDING:

ধর্মতলা থেকে সেন্ট্রাল, অনুব্রতর গ্রেফতারের পর বিরোধীদের গুড়-বাতাসা-নকুলদানা বিলির ধুম

Last Updated:

সেন্ট্রাল এভিনিউতে গাড়ি থামিয়ে গুড় বাতাসা বিলি করা হয়৷ অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরে কলকাতা বিমানবন্দর নকুলদানা নিয়ে হাজির কংগ্রেস কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাক- এমন সব ডায়ালগে একটা সময় ভোটের বাজার গরম করেছিলেন অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই ঢাক ঢোল নিয়ে বিজয় উল্লাসে শামিল বিজেপি কর্মী সমর্থকেরা। হাতিয়ার সেই গুড় বাতাসা আর নকুলদানা৷ শহর থেকে শহরতলি সবজায়গায় বিরোধীদের একই ছবি৷
advertisement

বর্ধমানের কার্জনগেটে প্রবল উল্লাস। পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখের জন্য দেওয়া হচ্ছে গুড় বাতাসা ও নকুলদানা। সেন্ট্রাল এভিনিউতে গাড়ি থামিয়ে গুড় বাতাসা বিলি করা হয়৷ অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরে কলকাতা বিমানবন্দর নকুলদানা নিয়ে হাজির কংগ্রেস কর্মীরা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক শেখ নিজামউদ্দিন নকুলদানা হাতে নিয়ে এয়ারপোর্টে হাজির হন। রাজ্যজুড়ে ঢাক পিটিয়ে, নকুলদানা, বাতাসা বিলি করে মানুষের কাছে প্রচার করার ডাক দিলো এসএফআই। কলকাতায় ছাত্র-যুবদের পক্ষ থেকে জমায়েত করার প্ল্যান করা হয়েছে বিকেল ৪টের সময়। ধর্মতলার ২নং মেট্রো গেটের সামনে। জনবহুল চত্বর ধর্মতলায় এই প্রচার করা হবে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: চারিদিক থেকে চাপ, এবার কয়লা দুর্নীতিতে ৮ আইপিএস-কে তলব ইডির! চাঞ্চল্যকর তথ্য

শেষরক্ষা হল না! তদন্তে অসহযোগিতার অভিযোগে গরুপাচার মামলায় সিবিআই-এর হাতে আটক বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতর মণ্ডল। বৃহস্পতিবার সকালেই বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে এদিন হানা দেয় সিবিআই গোয়েন্দারা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে।

advertisement

আরও পড়ুন: গ্রেফতার হয়েছেন আগেই, এবার শান্তিপ্রসাদ ও অশোকের ৭ দিনের সিবিআই হেফাজত

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন নয় পুরনো সামগ্রিক বেচেই লক্ষী লাভ, জানুন কী ভাবে শুরু করবেন এই ব্যবসা
আরও দেখুন

দুদিক দিয়ে বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। অনুব্রতর বাড়িতে ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। এরপর বেশ কিছুক্ষণ অনুব্রতর বাড়িতে ছিল সিবিআই আধিকারিকরা। এরপর অনুব্রতকে নিয়ে গাড়িতে তোলা হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ধর্মতলা থেকে সেন্ট্রাল, অনুব্রতর গ্রেফতারের পর বিরোধীদের গুড়-বাতাসা-নকুলদানা বিলির ধুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল