TRENDING:

Anubrata Mondal: ১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত, মেয়ে সুকন্যা-সহ ১২ জনকে তলব করার তোড়জোড় শুরু

Last Updated:

গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি। সেদিন মধ্যরাতেই হয় শুনানি। সেখানে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে পেশ করা হয় কেষ্টকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফের ইডি হেফাজতে অনুব্রত মণ্ডল। শুক্রবারের শুনানি শেষে কেষ্টকে ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ২১ মার্চ পরবর্তী শুনানি। সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের তদন্তে এবার কেষ্ট কন্যা সুকন্যা সহ ১২ জনকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এদিন আদালতে ইডির আইনজীবী জানান, তদন্তের খাতিরে এখনও অনুব্রত মণ্ডলের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর পাওয়া বাকি, তাই তাঁকে ফের তাঁদের হেফাজতে দেওয়া হোক। ইডি-র সেই আবেদন মঞ্জুর করে আদালত।
advertisement

সূত্রের খবর, অনুব্রতের সামনে মেয়ে সুকন্যা এবং প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বয়ান সামনে রাখা হলে সে সব শুনে নাকি কেঁদে ফেলেন কেষ্ট। ইডির দাবি, বোলপুর-সহ আশপাশের একাধিক জায়গায় অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা জমা পড়েছিল। ধাপে ধাপে জমা পড়েছিল সেই টাকা। ২০১৬-২০২০ সালের মধ্যে ওই টাকা জমা দেওয়া হয়। এর মধ্যে ৩ কোটি টাকা এফডি অনুব্রত-কন্যা সুকন্যার নামে রয়েছে। ভুয়ো একাধিক কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছে। কীভাবে জমা করা হত টাকা? ইডি সূত্রে খবর, বাড়িতে ডেকে পরিচিতর মাধ্যমে জমা হত টাকা। প্রাক্তন এক ব্যাঙ্ক কর্মীকেও ৬ কোটি টাকা দিয়েছিলেন।

advertisement

কোথা থেকে এলো এই টাকা? কোটি কোটি টাকার উৎস কী? এখনও জানাতে পারেনি ইডি। সেসব জানতেই দিল্লিতে সুকন্যা ও অনুব্রতর হিসাবরক্ষক সহ মোট ১২ জনকে দিল্লিতে তলব করা হয়েছে বলে শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে জানাল ইডি।

আরও পড়ুন: শেষের দিন গোনা শুরু? বিশ্বজুড়েই কমছে জন্মহার, এই শতাব্দীর শেষে কোন কোন দেশের জনসংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে জানেন?

advertisement

গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি। সেদিন মধ্যরাতেই হয় শুনানি। সেখানে ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে পেশ করা হয় কেষ্টকে।

আরও পড়ুন: ঘর ঝাঁট দিতে দিতে ক্লান্ত? এই ছোট্ট রোবটই ঝাড়ু দিয়ে দেবে আপনার গোটা বাড়ি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, হিসাবরক্ষক মণীশ কোঠারিকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সুকন্যাকে দিল্লিতে তলব করেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এবার সুকন্যা সহ যাঁদের অ্যাকাউন্টের সঙ্গে টাকা অনুব্রতের লেনদেনের হদিস মিলেছে, তাঁদের ফের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: ১১ দিনের ইডি হেফাজতে অনুব্রত, মেয়ে সুকন্যা-সহ ১২ জনকে তলব করার তোড়জোড় শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল