দিল্লি যাওয়া আটকাতে শনিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে ইডি-কে সবুজ সঙ্কেত দেন বিচারপতি বিবেক চৌধুরী। কিন্তু, এর পাশাপাশি, জানানো হয়েছিল, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কলকাতার কেন্দ্রীয় কোনও হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। শনিবার সন্ধে নাগাদ এ বিষয়ে আসানসোল জেলে চিঠিও পাঠায় ইডি। জানতে চাওয়া হয়, কখন কলকাতার উদ্দেশে অনুব্রতকে রওনা করাবেন জেল কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: পরনে সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল! ত্রিপুরার 'দিদি' প্রতিমা ভৌমিকই কি বিজেপির 'মমতা'?
আরও পড়ুন: রফায় রাজি! তবে মানতে হবে দাবি, বিজেপি-কে কী শর্ত দিলেন তিপ্রামোথার মাণিক্য?
কিন্তু, রবিবার জানা যায়, জেলা পুলিশ অনুব্রতকে নিরাপত্তা দিয় কলকাতায় নিয়ে যেতে অপারগ। ইডি যেন নিজেই সেই দায়িত্ব নেয়। কিন্তু পরে পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও জানিয়ে দেয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের নয়। এখানেই প্রশ্ন, তা হলে কে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে?
সূত্রের খবর, নিয়ম অনুসারে, রাজ্য পুলিশ কখনও ইডি হেফাজতে থাকা অনুব্রতকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে যেতে পারে না। এক্ষেত্রে, রাজ্য পুলিশের কোনও ভূমিকা থাকার কথা নয়। সক্রিয় ভূমিকা নিতে হয় ইডি অধিকারিকদেরই। তাছাড়়া, রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার দাবি, হাইকোর্টের কোনও অর্ডারেও লেখা নেই যে অনুব্রতকে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে রাজ্য পুলিশকে। ইডি এবং রাজ্য পুলিশ ও জেল কর্তৃপক্ষের টানাটানিতে রবিবারও অনুব্রতকে নিয়ে যাওয়া গেল না দিল্লি। সোমবার কি দিল্লিতে যাবেন অনুব্রত? নাকি ফস্কা গেরোয় আবারও আটকে যাবে তাঁর দিল্লি যাত্রা?
arpita hazra