যদিও অনুভবের এই দাবি সঠিক কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ বিদিশার পরিবারের সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা৷
আরও পড়ুন: 'বিদিশা যা করেছে, ঠিক করেছে, ওঁর কাছে আমি যেতে চাই', মা-কে বলেছিলেন মঞ্জুষা
অনুভব বেরাকে বিদিশা ভালবাসতেন বলে দাবি করেছেন মৃত মডেলের একাধিক বন্ধু৷ অনুভব যদিও দাবি করেছেন, তাঁর সঙ্গে বিদিশার শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল৷ যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জামশেদপুরের হোটেলে একসঙ্গে রাত কাটিয়েছিলেন বিদিশা এবং অনুভব৷ সেই ঘরের বুকিং ছিল অনুভবের নামেই৷
advertisement
আরও পড়ুন: খাটে মেয়ে আর মেঝেতে মায়ের দেহ, সল্টলেকে বীভৎস ঘটনা! পাশে পড়ে ২০ হাজার, কেন?
পুলিশি জেরায় অনুূভব দাবি করেছেন, পেশাদার মডেল হওয়ার জন্যই কাঁকিনাড়ার বাড়ি ছেড়ে নাগেরবাজারে এসে ভাড়া থাকতে শুরু করেছিলেন৷ কিন্তু বিদিশা যে ধরনের জীবনযাপন করছিলেন, সেই অনুযায়ী মডেলিং বা অভিনয় থেকে তিনি আয় করতে পারছিলেন না বলেই দাবি করেছেন অনুভব৷ সেই কারণেই ধারদেনাতেও জড়িয়ে পড়েন তিনি৷ সেই সমস্ত ঋণ শোধ করা নিয়েও চাপে ছিলেন উঠতি এই মডেল৷
বিদিশার সুইসাইড নোট আগেই উদ্ধার করেছে পুলিশ৷ সেই সুইসাইড নোটে অবশ্য মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যাননি তিনি৷ তবে কাজ নিয়ে যে তিনি চাপে ছিলেন, সুইসাইড নোটে সেই ইঙ্গিত দিয়েছেন বিদিশাও৷ অনুভবের দাবি কতটা সঠিক, তা জানতে বিদিশার পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ৷