বিক্ষোভকারীদের দাবি ছিল, আনিস খানের (Anis Khan Death Protest Rally) হত্যাকারীদের গ্রেফতারি না হওয়া পর্যন্ত তাঁরা মহাকরণের সামনে অবস্থান করবেন৷ প্রথমে পার্ক সার্কাস মোড়েই মানব বন্ধন তৈরি করেন বিক্ষোভকারীরা৷ তার পর মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকেন তাঁরা৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগে মিছিল হলেও তাতে অংশ নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীও৷
advertisement
রাস্তাতেই বসে পড়েন বিক্ষোভকারীরা৷
পুলিশ মিছিল আটকালে তাঁরাও যে পাল্টা প্রতিরোধের পথে হাঁটবেন, তা স্পষ্ট করে দেন মিছিলে থাকা ছাত্রছাত্রীরা৷ মিছিল থেকে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান৷ আনিস খানের মৃত্যুর ৭২ ঘণ্টা পরেও কেন কোন অপরাধী ধরা পড়ল না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা৷
আরও পড়ুন: আনিসের মৃত্যু: আমতা থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ
প্রাথমিক ভাবে ঠিক ছিল, মল্লিকবাজার, এজেসি বোস রোড, এস এন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলার দিকে এগোবে মিছিল৷ সেই মতো ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকাতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে পুলিশ৷ কিন্তু মিছিল মৌলালি মোড়ে এসে পৌঁছনোর পরে বিক্ষোভকারীরা এস এন ব্যানার্জী রোডে না ঢুকে শিয়ালদহের দিকে এগোতে থাকে৷ পুলিশ প্রাথমিক ভাবে মিছিল আটকানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়৷ শেষ পর্যন্ত অবশ্য মিছিল এগোতে দেয় পুলিশ৷
আরও পড়ুন: আনিস মৃত্যু তদন্তে সিট গঠন, ১৫ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মমতা
এর পর শিয়ালদহ উড়ালপুলে উঠে সেখানেই বসে পড়েন বিক্ষোভকারীরা৷ ফলে শিয়ালদহ ফ্লাইওভার সহ এজেসি বোস রোড, এম জি রোডের মতো গুরুত্বপূর্ণ সব রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়ে৷ বিক্ষোভকারীরা জানিয়ে দেয়, তাঁরা নিজেদের মতো রুটেই মহাকরণের দিকে এগোবেন৷ মিছিল কোন পথে এগোবে তা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়ে পুলিশও৷ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বোঝানোর চেষ্টা করেন৷ যদিও পুলিশের আবেদন সাড়া দেননি বিক্ষোভকারীরা৷ বরং তাঁরা হুঁশিয়ারি দেন, যেভাবেই হোক তাঁরা মহাকরণে পৌঁছবেন৷ এর পরেও দাবিপূরণ না হলে তাঁরা নবান্ন অভিযানে যাবেন বলে জানিয়ে দেন বিক্ষোভকারীরা৷
শেষ পর্যন্ত এম জি রোড হয়ে মিছিল কলেজ স্ট্রিট পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ৷ যদিও মহাকরণ পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার দাবিতে অনড় ছাত্রছাত্রীরা৷
Sanhyik Ghosh