বিএড কলেজগুলিতে রাশ টানতে উদ্যোগী কেন্দ্র ৷ কোনও সংস্থা মারফত পরিদর্শন বিএড কলেজগুলিতে পরিদর্শন চালাবে NCTE ৷ পরিদর্শনের সময় খতিয়ে দেখা হবে প্রতিষ্ঠানের নথি ৷
ঠিকঠাক তথ্য ও পরিকাঠামো না মিললে, সেই বিএড কলেজের অনুমোদন বাতিল করা হবে ৷ মঙ্গলবার কলকাতায় কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিল স্বরূপ জানালেন, ‘রাজ্যে প্রচুর বিএড কলেজ আছে ৷ যেগুলির নাম থাকলেও অস্তিত্ব নেই ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷’
advertisement
শিক্ষক নিয়োগে এবার একটি মাত্র পরীক্ষা!
শিক্ষক পদে আবেদনের জন্য NCTE-এর নিয়ম অনুযায়ী চলতি বছর থেকে রাজ্যেও বি.এড প্রশিক্ষণ বা সমতুল্য কোনও ডিগ্রি থাকা বাধ্যতামূলক ৷ এরই মধ্যে বিভিন্ন স্তরের শিক্ষক নিয়োগ পর্বে জাল বি.এড সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পাওয়ার বহু প্রচেষ্টার ঘটনা সামনে এসেছে ৷ রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্রের কড়া পদক্ষেপে জাল ডিগ্রির এই চক্র নিয়ন্ত্রণ সম্ভব হবে ৷
