কলকাতা: পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টে সভাপতির পদ থেকে হঠাৎ ইস্তফা দেন সভাপতি অনিকেত মাহাতো। সেই পদ ছাড়ার পরে রাজ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভয়া আন্দোলনের অন্যতম মুখ।
advertisement
অনিকেত মাহাতো শুক্রবার বলেন, “৯ই অগাস্ট যে ঘটনা ঘটেছিল, সেই লড়াইয়ের সাক্ষী আপনারাও ছিলেন। আমাদের দাবী মেনে অপসারণ করা হয় অনেককে। রাজ্য সরকার আমার উপর ক্ষিপ্ত হয়েছিল। আমাকে রায়গঞ্জ পাঠানো হয়েছিল। তার প্রতিবাদে আমি হাই কোর্ট গিয়েছিলাম। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এটা করা হয়েছিলো, আমি এখনও আরজি করে পোস্টিং পেলাম না এখনও“। সুপ্রিম কোর্টে গেলে কিন্তু ১৪ দিন সময়ের মধ্যে ফেরাতে বলা হয়। পোস্টিংয়ের জন্য কোটি কোটি ধ্বংস করা হয়েছে, আমি এখনও পোস্টিং পাইনি আদালত বলার পরেও“।
আরও পড়ুন: উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে এসব জেলায় পড়বে গরম, শুক্রবার থেকেই বাড়বে তাপমাত্রা
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্টের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন চিকিৎসক অনিকেত মাহাতো। তিনি সমাজমাধ্যমে এই প্রসঙ্গে লেখেন, “নতুন বছরের শুরুতে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার বারবার দ্বিমত পোষণ করা সত্বেও WBJDF–এর একটা অগণতান্ত্রিক ও বেআইনি নির্বাচন হয়ে গেল। আমার বক্তব্য এবং প্রতিবাদ মানুষের কাছে জানানো ছাড়া আর কোনও বিকল্প রাস্তা নেই। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের বিষয়ে আমি সর্বদা মানুষের কাছে দায়বদ্ধ থেকেছি এবং ভবিষ্যতেও থাকব।“
