বিজেপি সূত্রের খবর, আজ রাত সাড়ে ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে অমিত শাহের বিমান৷ সেখান থেকে সোজা নিউটাউনের হোটেলে চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সোমবার সেখানেই রাত্রিবাস৷ তবে এর ফাঁকে রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর৷
৯ মে, অর্থাৎ, মঙ্গলবার সকাল ১০ টা ৪০ মিনিটে অমিত শাহ পৌঁছবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে৷ সেখানে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তিনি৷
advertisement
আরও পড়ুন: জোড়াসাঁকোয় কড়া মন্তব্য রাজ্যপালের, বিকেলের স্পষ্ট উত্তর মমতার, ফের শুরু সংঘাত?
এরপরেই সোজা চলে যাবেন ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে৷ সেখানে একটি থানা উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর৷
সেখান থেকে ফের কলকাতায় ফিরবেন শাহ৷ বিকেল ৫টা নাগাদ, সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷
সন্ধে ৬টা নাগাদ, সায়েন্স সিটিতেই আয়োজিত হতে চলেছে আরও একটি অনুষ্ঠান৷ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খবর৷ সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন অমিত শাহ৷ অনুষ্ঠান শেষে রাত পৌনে ৮টার বিমানে কলকাতা ছাড়বেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
আরও পড়ুন: তেইশেই লক্ষ্য ছাব্বিশ! ৪২-এ ৪০ এর পরে ফের টার্গেট বাঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, প্রথমে দুদিনের সফরে এ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। প্রথম দিন রাজনৈতিক জনসভা এবং পরের দিন ২৫ বৈশাখ উদযাপন। ২৪ বৈশাখ রাজনৈতিক সভা করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদের বহরমপুরে৷ কিন্তু, সেই সভা বাতিল করা হয়৷
রবীন্দ্র জয়ন্তীর আবহে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সভার আয়োজন ঘিরে বঙ্গ বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বলে সূত্রের খবর৷ বাঙালি এবং তার বাঙালি আবেগের সঙ্গে রাজনৈতিক যোগ এ রাজ্যের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল৷ তবে এই জন্যই বহরমপুরের সভা বাতিল হয়েছে কি না, সেই বিষয়টি অবশ্য স্পষ্ট নয়৷