রাত ১০ টা নাগাদ অমিত শাহর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর থেকে অমিত শাহর কনভয় ঢোকে বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে। অমিত শাহর সঙ্গে হোটেলে ঢোকেন নিশীথ প্রামাণিক। রাতে এই পাঁচতারা হোটেলেই বসবে ঘরোয়া বৈঠক। থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সুনীল বনশাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য-রা।
আরও পড়ুন:দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল! কোন কোন রাজ্যে বিপদ সঙ্কেত, কী অবস্থায় বাংলা?
advertisement
২ দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। ৩১ মে – ১ জুন রাজ্যের কর্মসূচি অমিত শাহের। রবিবার দিনভর তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। ১ জুন নেতাজি ইনডোরে সাংগঠনিক সভা। সাংসদ, বিধায়ক এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করার কথা তাঁর। সেই বৈঠকে শুধু শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব নয়, মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্বরাও থাকবেন।স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ।