এদিন অমিত শাহকে মঞ্চ থেকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। তার পরেই একে একে বক্তৃতা দিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ভাঙা গলায় শুভেন্দু পাঁচ মিনিটেই শেষ করলেন বক্তৃতা। সাড়ে তিনশোর বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদি আবার দেশের প্রধানমন্ত্রী হবেন, ধর্মতলার মঞ্চে বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
আরও পড়ুন: কেন মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ালেন? রহস্য ভাঙলেন মমতা! জানিয়ে দিলেন কারণ
advertisement
এদিন বক্তব্যের শুরুতেই অমিত শাহ বলেন, বাংলার আওয়াজ কোথায় গেল? তিনি বলেন, ধর্মতলার পবিত্র জমিকে, বাংলার এই পবিত্র জমিকে শুরুতেই প্রণাম জানাই। এই মাটি দেশকে সর্বদা দিশা দেখিয়েছে। আমি শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়কে প্রণাম জানাই।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় তো জেলে, ইডি-র কাছে কে এলেন? নাম শুনে চমকে যাবেন নেতা নিজেও
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহের চ্যালেঞ্জ, ”আজ বাংলার ১৮ লোকসভা আসন, ৭৭ বিধানসভা আসন বিজেপিকে দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে এখানে পরের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে।