অমিত শাহ বলেন, ‘অপরাধ মানসিকতা দিন দিন বাড়ছে। এই CFSL-র মাধ্যমে এই রাজ্য, পূর্ব ও উত্তর পূর্বের সব রাজ্যে এভিডেন্স সিস্টেম রিলেটেড কাজ আরও সুবিধা হবে। এভিডেন্সের মাহাত্ম্য, ফরেন্সিকের মাহাত্ম্য – এইসবে CFSL-র ভূমিকা উল্লেখযোগ্য। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এভিডেন্স বেসড করার ভূমিকা রয়েছে।’
আরও পড়ুন: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে
advertisement
কীভাবে ডেভেলপমেন্ট সম্ভব? কীভাবে ট্রেনিং দেওয়া হয়? কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘সমস্ত বিষয়কে আমরা আগামী কয়েক বছরের মধ্যে নিয়ে আসব। ফরেন্সিক সায়েন্সকে থানা পর্যন্ত পৌঁছনো এবং কোর্ট পর্যন্ত পৌঁছনোর বিষয়, এবং এর মাহাত্ম্য সম্বন্ধে সবাইকে অবগত করার কাজ আমরা ২০২৬-এর জানুয়ারির মধ্যে সম্পন্ন করব। যত পুলিশ স্টেশন আছে, যত কোর্ট, পাবলিক প্রসিকিউটর রয়েছে, সবাইকে এই বিষয় সম্বন্ধে অবগত হতে হবে।’
অনুষ্ঠানে অমিত শাহ
৬ একর জমিতে CFSL তৈরি করা হয়েছে। কম্পিউটার সায়েন্স, ব্যালেস্টিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ফরেন্সক, নারকোটিক্স-সহ একাধিক বিষয় রয়েছে এই CFSL-এ। কমিউনিকেশন, আইডেন্টিটি, বেসিক ডিটেইলস – যখন সব অনলাইন হচ্ছে, এক জায়গায় স্টোর হচ্ছে, তখন অপরাধের স্বরূপও বদলাচ্ছে।
আরও পড়ুন: ‘ওই মহিলাকে মেরে দাও’! হাসপাতালে ভর্তি করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ ডাক্তারের, ভাইরাল অডিও ক্লিপ
অমিত শাহর সংযোজন, ‘ফরেনসিক অডিটের মাধ্যমে বড় বড় দুর্নীতি সামনে এসেছে। মোবাইলে ফরেনসিক, সাইকোলজিকাল প্রোফাইল – আমাদের অপরাধের ন্যায় প্রণালীকে অন্য জায়গায় পৌঁছতে বড় ভূমিকা নিয়েছে। সাত বছরের যেখানে বেশি সাজা আছে সেখানে ফরেনসিক টিমের ভিজিট বাধ্যতামূলক। ন্যায় যাতে সময়ে মেলে তার ব্যবস্থা করেছি, সাত দিনের মধ্যে চার্জশিটের ব্যবস্থা করা হয়েছে। ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হচ্ছে।’
অমিত শাহের দাবি, ‘অপরাধ করে বিদেশে চলে গেলেও তাদের অনুপস্থিতিতে বিচার হবে এবং সাজা হবে এবং তাদের আইন অনুযায়ী দেশে ফেরত আনার কাজ হবে। NFSU কলেজ তৈরি করা হবে। ২৬ পরিসর থেকে ৩৬ হাজার পরীক্ষার্থী ডিপ্লোমা, ডিগ্রি সহকারে বেরিয়ে আসবে। CFSL পুণে বায়োলজি এবং কেমিক্যাল ফরেন্সিকে উন্নত। CFSL চন্ডীগড় ডিএনএ টেস্টিংয়ের জন্য আজ দুনিয়ার সবথেকে আধুনিক ফরেনসিক ল্যাবরেটরি। CFSL হায়দ্রাবাদ ডিজিটাল দুনিয়ায় যত অপরাধী হয় তাদের খুঁজে পেতে উন্নত।’
শাহের বক্তব্য, ‘National Forensic Data Centre আনা হবে। ভারত অপরাধ দুনিয়ায় অপরাধীদের খুঁজে পেতে আরও বেশি উন্নত হবে। সংবিধান নির্মাতারা আজাদির স্পিরিটকে সংবিধানে ভরার কাজ আগেই করেছে। কিন্তু তা সম্পন্ন করার কাজ অনেক দেরীতে শুরু হয়েছে। আমাদের দায়িত্ব প্রত্যেক গরিব মানুষ যাতে মাথা উঁচু করে থানায় গিয়ে কম সময়ের মধ্যে ন্যায় পেয়ে যায়। সাজা দিয়ে আমরা অপরাধকে নিয়ন্ত্রণ করব। ভারতে সাজা দেওয়ার পদ্ধতি আরও বেশি উন্নত এবং তীক্ষ্ণ হবে।’
অমিত সরকার