TRENDING:

Amit Shah in Kolkata: 'অপরাধীরা পার পাবে না', কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনে বিরাট দাবি অমিত শাহের

Last Updated:

Amit Shah in Kolkata: অমিত শাহের দাবি, 'অপরাধ করে বিদেশে চলে গেলেও তাদের অনুপস্থিতিতে বিচার হবে এবং সাজা হবে এবং তাদের আইন অনুযায়ী দেশে ফেরত আনার কাজ হবে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গ তো বটেই, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখতে চলেছে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি। রাজারহাটে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ভবনের উদ্বোধনে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার এই ভবনের উদ্বোধনে অমিত শাহের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, গোবিন্দমোহনরা।
অমিত শাহ
অমিত শাহ
advertisement

অমিত শাহ বলেন, ‘অপরাধ মানসিকতা দিন দিন বাড়ছে। এই CFSL-র মাধ্যমে এই রাজ্য, পূর্ব ও উত্তর পূর্বের সব রাজ্যে এভিডেন্স সিস্টেম রিলেটেড কাজ আরও সুবিধা হবে। এভিডেন্সের মাহাত্ম্য, ফরেন্সিকের মাহাত্ম‍্য – এইসবে CFSL-র ভূমিকা উল্লেখযোগ্য। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এভিডেন্স বেসড করার ভূমিকা রয়েছে।’

আরও পড়ুন: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে

advertisement

কীভাবে ডেভেলপমেন্ট সম্ভব? কীভাবে ট্রেনিং দেওয়া হয়? কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘সমস্ত বিষয়কে আমরা আগামী কয়েক বছরের মধ্যে নিয়ে আসব। ফরেন্সিক সায়েন্সকে থানা পর্যন্ত পৌঁছনো এবং কোর্ট পর্যন্ত পৌঁছনোর বিষয়, এবং এর মাহাত্ম্য সম্বন্ধে সবাইকে অবগত করার কাজ আমরা ২০২৬-এর জানুয়ারির মধ্যে সম্পন্ন করব। যত পুলিশ স্টেশন আছে, যত কোর্ট, পাবলিক প্রসিকিউটর রয়েছে, সবাইকে এই বিষয় সম্বন্ধে অবগত হতে হবে।’

advertisement

অনুষ্ঠানে অমিত শাহ

৬ একর জমিতে CFSL তৈরি করা হয়েছে। কম্পিউটার সায়েন্স, ব্যালেস্টিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ফরেন্সক, নারকোটিক্স-সহ একাধিক বিষয় রয়েছে এই CFSL-এ। কমিউনিকেশন, আইডেন্টিটি, বেসিক ডিটেইলস – যখন সব অনলাইন হচ্ছে, এক জায়গায় স্টোর হচ্ছে, তখন অপরাধের স্বরূপও বদলাচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘ওই মহিলাকে মেরে দাও’! হাসপাতালে ভর্তি করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ ডাক্তারের, ভাইরাল অডিও ক্লিপ

অমিত শাহর সংযোজন, ‘ফরেনসিক অডিটের মাধ্যমে বড় বড় দুর্নীতি সামনে এসেছে। মোবাইলে ফরেনসিক, সাইকোলজিকাল প্রোফাইল – আমাদের অপরাধের ন্যায় প্রণালীকে অন্য জায়গায় পৌঁছতে বড় ভূমিকা নিয়েছে। সাত বছরের যেখানে বেশি সাজা আছে সেখানে ফরেনসিক টিমের ভিজিট বাধ্যতামূলক। ন্যায় যাতে সময়ে মেলে তার ব্যবস্থা করেছি, সাত দিনের মধ্যে চার্জশিটের ব্যবস্থা করা হয়েছে। ৬০ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হচ্ছে।’

advertisement

অমিত শাহের দাবি, ‘অপরাধ করে বিদেশে চলে গেলেও তাদের অনুপস্থিতিতে বিচার হবে এবং সাজা হবে এবং তাদের আইন অনুযায়ী দেশে ফেরত আনার কাজ হবে। NFSU কলেজ তৈরি করা হবে। ২৬ পরিসর থেকে ৩৬ হাজার পরীক্ষার্থী ডিপ্লোমা, ডিগ্রি সহকারে বেরিয়ে আসবে। CFSL পুণে বায়োলজি এবং কেমিক্যাল ফরেন্সিকে উন্নত। CFSL চন্ডীগড় ডিএনএ টেস্টিংয়ের জন্য আজ দুনিয়ার সবথেকে আধুনিক ফরেনসিক ল্যাবরেটরি। CFSL হায়দ্রাবাদ ডিজিটাল দুনিয়ায় যত অপরাধী হয় তাদের খুঁজে পেতে উন্নত।’

শাহের বক্তব্য, ‘National Forensic Data Centre আনা হবে। ভারত অপরাধ দুনিয়ায় অপরাধীদের খুঁজে পেতে আরও বেশি উন্নত হবে। সংবিধান নির্মাতারা আজাদির স্পিরিটকে সংবিধানে ভরার কাজ আগেই করেছে। কিন্তু তা সম্পন্ন করার কাজ অনেক দেরীতে শুরু হয়েছে। আমাদের দায়িত্ব প্রত্যেক গরিব মানুষ যাতে মাথা উঁচু করে থানায় গিয়ে কম সময়ের মধ্যে ন্যায় পেয়ে যায়। সাজা দিয়ে আমরা অপরাধকে নিয়ন্ত্রণ করব। ভারতে সাজা দেওয়ার পদ্ধতি আরও বেশি উন্নত এবং তীক্ষ্ণ হবে।’

অমিত সরকার

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: 'অপরাধীরা পার পাবে না', কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনে বিরাট দাবি অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল