একাধিক বিষয়ে অমিত শাহকে বিশদে জানাবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। তাই শাহি সফরের আগেই সল্টলেকে রাজ্য বিজেপি দফতরে বঙ্গ বিজেপির বৈঠক হয় রবিবার।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, সহ পর্যবেক্ষক অমিত মালব্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহতোরা। শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে থাকতে পারেননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন: বিজেপির অন্দরের বিক্ষোভ ‘ইতিবাচক’! ‘মিষ্টি গাছের ফল’ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম আয়োজক বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, ‘ভার্চুয়ালি নয়। সশরীরে এই পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।’ তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মাত্র ২ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন তিনি। পুজোর উদ্বোধন করেই আবার ফিরে যাবেন তিনি।
বাংলায় ইতিমধ্যেই বেজে গিয়েছে পুজোর ঢাক। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোন পুজো কে উদ্বোধন করছেন তা নিয়েও চলছে চর্চা। বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা সরাসরি পুজোয় যুক্ত থাকেন, তাঁদের মধ্যেও উদ্বোধন নিয়ে চলে প্রতিযোগিতা। অন্য সময় ঝান্ডা হাতে একসঙ্গে রাস্তায় বেরোলেও পুজোর টক্করে পিছিয়ে পড়তে চান না কেউই।