TRENDING:

Amit Shah in Kolkata: আজ কলকাতায় অমিত শাহ, আরজি করের নির্যাতিতার বাবা-মা'র সঙ্গে শাহী সাক্ষাৎ নিয়ে জল্পনা

Last Updated:

শাহী সফরকে সামনে রেখে একদিকে যেমন জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি শিবির, পাশাপাশি এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন। তা হল, আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে কী সাক্ষাৎ হবে অমিত শাহের?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, শনিবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহী সফরকে সামনে রেখে একদিকে যেমন জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি শিবির, পাশাপাশি এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন। তা হল, আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে কী সাক্ষাৎ হবে অমিত শাহের? কারণ এই প্রশ্নটা এখন জোরালো হয়ে উঠতে শুরু করেছে একটি ইমেলের মাধ্যমে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশকে কেন্দ্র করে।‌
আজ কলকাতায় অমিত শাহ
আজ কলকাতায় অমিত শাহ
advertisement

আরও পড়ুন– লতা মঙ্গেশকরের গাওয়া ‘জিহাল-এ-মিস্কি মকুন বরঞ্জিশ’ গান; জানেন কি এর গভীর অর্থ?

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল এ রাজ্য। শুধু এ রাজ্য বললে ভুল হবে। প্রতিবাদ হয়েছিল দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও। ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার অনশন আন্দোলন শেষ হতে না হতেই আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তাঁর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেইল মারফত চিঠি লিখে অনুরোধ করেন যে,‌ তাঁর সঙ্গে তিনি এবং তাঁর স্ত্রী দেখা করতে চান। যদিও এখনও পর্যন্ত অমিত শাহের দফতরের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে সাক্ষাতের কোনও সূচি প্রকাশ করা না হলেও রাজ্য বিজেপি শিবিরের এক সূত্র মোতাবেক খবর, অমিত শাহের এই বঙ্গ সফরে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

advertisement

আরও পড়ুন– নিছক কুসংস্কার নয়, আদতে মূলে রয়েছে বৈজ্ঞানিক কারণ, ট্রাকের পিছনে ছেঁড়া জুতো-চটি কেন ঝোলানো থাকে জানেন?

অমিত শাহও এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তারপর থেকেই রাজ্য বিজেপির তরফে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও খবর। এখন দেখার, আদৌ শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহী সাক্ষাৎ হয় কিনা। ‌স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে নির্যাতিতার বাবা বলেছিলেন যে, তাঁর মেয়ের সাথে জঘন্য এবং অনাকাঙ্খিত ঘটনার পর তিনি এবং তাঁর স্ত্রী প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং অসহায় বোধ করছেন। চিঠিতে‌ নির্যাতিতার বাবা এও আর্জি জানান, যে তিনি এবং তাঁর স্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কয়েকটি বিষয়ে তিনি আলোচনা করতে চান এবং তাঁর কাছে সাহায্য চান। শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবারের সঙ্গে‌ শাহী সাক্ষাৎ হয় কিনা তার উত্তর দেবে সময়ই।‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ, শনিবার রাত ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে সোজা সড়কপথে নিউ টাউনের পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।‌ পরের দিন রবিবার কল্যাণী হয়ে পেট্রাপোল এবং আরামবাগে দুটি সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর এদিন বিকেলেই সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন অমিত শাহ। বঙ্গ সফরের মাঝেই ১৩  নভেম্বর ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করারও কথা রয়েছে অমিত শাহের। সফরসূচি অনুযায়ী রবিবার সন্ধ্য়ায় দিল্লি উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‌

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: আজ কলকাতায় অমিত শাহ, আরজি করের নির্যাতিতার বাবা-মা'র সঙ্গে শাহী সাক্ষাৎ নিয়ে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল