advertisement
অপর এক ট্যুইটে তাঁর মন্তব্য, ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন কলকাতা এবং তার আশেপাশের প্রায় সমস্ত আদালতের (হাইকোর্ট, আলিপুর কোর্ট, ব্যাঙ্কশাল কোর্ট, হাওড়া কোর্ট, NCLTইত্যাদি ) আইনজীবীরা আদালতে না যাওয়ার জন্য একটি রেজলিউশন পাশ করেছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আন্দোলনেরও অংশ হবেন...
আরও পড়ুন: 'বিরোধীরা যাই বলুক, বুনিয়াদি শিক্ষায় সেরা বাংলাই', মমতার মুখে সাফল্যের হিসেব
আরও পড়ুন: 'আমি নিজেই ইনভেস্টিগেশন করি...', 'সত্যিই চাকরি রেডি তো?' নথি ঘেঁটে উত্তর খুঁজলেন মমতা
একের পর এক ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মালব্য৷ তাঁর দাবি, বিজেপির অভিযানের প্রতিক্রিয়ায় সরকার ভীত৷
অন্যদিকে ১৩ই সেপ্টেম্বর যা হতে চলেছে ৭৫ বছরে এ দৃশ্য কেউ দেখেনি বাংলায়। এমনটাই দাবি বিজেপির শুভেন্দু অধিকারীর। গতকালই বামেদের এই আন্দোলনে তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু। বামেদের কাছে শুভেন্দুর বার্তা, "সিজিও গিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি সত্যি সত্যি উৎখাত করতে চান তাহলে আমাদের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নবান্ন চলুন"। নবান্ন অভিযানকে সামনে রেখে হুগলির পাণ্ডুয়ায় প্রকাশ্য সমাবেশ থেকে রবিবার বামেদের আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে বিজেপির আগামিকালের নবান্ন অভিযান নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।