যদিও জমি বিতর্কে আপাতত স্বস্তিতে অর্মত্য় সেন। কীভাবে? জমি হস্তান্তর নিয়ে বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ‘নিম্ন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ’।
আরও পড়ুন: রণক্ষেত্র ভাঙড়ে পোড়ো বাড়িতে ওগুলো কী! সর্বনাশ! থানার সামনেই হাড়হিম দৃশ্য
advertisement
জমি বিতর্কে এখনও অনড় বিশ্বভারতী। শুনানিতে হাজিরা না থাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে! জমি হস্তান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল নোবেলজয়ীকে। নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, ৫ মে মধ্যে জমি হস্তান্তর না করলে উচ্ছেদ করা হবে। যদিও তা ঘটেনি বাস্তবে।
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
বিশ্বভারতীর নির্দেশে স্থগিতাদেশ চেয়ে বীরভূম জেলা জজ কোটে মামলা করেছিলেন অমর্ত্য সেন। এদিকে, আদালতের শুনানিতে অনুপস্থিত ছিলেন বিশ্বভারতীর আইনজীবী। অমর্ত্য সেনের আইনজীবীর প্রশ্ন ছিল, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর নিম্ন আদালত এই মামলা শুনতে পারে কি? সব মিলিয়ে সিউড়ি জেলা আদালতে পিছিয়ে যায় অর্মত্য সেনের জমি-মামলার শুনানি। এই পরিস্থিতিতে কলকাতায় আসছেন অমর্ত্য সেন।