TRENDING:

Amarnath Cloudburst: ফোন আসছে, প্রিয়জন আসবে কবে! অমরনাথের দুর্যোগে কলকাতায় দুশ্চিন্তার মেঘ

Last Updated:

Amarnath Cloudburst: ফোন আসছে, প্রিয়জন আসছে কই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অমরনাথের মেঘ ভাঙা বৃষ্টিতে আটকে এই রাজ্যের বহু পর্যটক। উদ্ধারের কাজও চলছে জোর কদমে। এদিকে প্রিয় মানুষের ঘরে ফেরার আশায় পরিবারের লোকজন।
advertisement

চব্বিশ ঘণ্টা কেটে গেলেও এখনও যেন কাটছে না চিন্তা। দক্ষিণ চব্বিশ পরগণার বানতলার তড়িদাহের বাসিন্দা প্রবীর কর্মকারের বাড়িতে এখন চিন্তা।

শুক্রবার দুপুরের পরে বাড়িতে ফোনের মাধ্যমে তাদের অবস্থার কথা জানালেও এখন চিন্তা প্রবীরের বাড়ির সদস্যদের। শুক্রবার দুপুরের পরে বয়স্ক মা-কে ফোন করে মেঘ ভাঙা বৃষ্টিতে দুর্ঘটনার কথা জানিয়েছে প্রবীর কর্মকার। তবে সেই কথা এখনো যেন তাদের ভয় দেখায়, বারবার বাড়ি ফেরার তাড়া দিচ্ছে পরিবার।

advertisement

আরও পড়ুন- 'সেই যে ভিডিও কল কাটল...', অমরনাথে নিখোঁজ কলকাতার চার বন্ধু

প্রবীর কর্মকারের মা জানান, চিন্তা খুবই হচ্ছে, বলছে ভাল আছি। কোনও অসুবিধা নেই। তবে সত্যি কি ভালো আছে? এখন তাড়াতাড়ি বাড়ি ফিরলেই হল।

একই অবস্থা ভোজের হাটের রমেশ গায়েনের পরিবারের। শুক্রবার রমেশ নিজের চেখের সামনে দেখেছে এই ব্যাক্তিকে চোখের সামনে তলিয়ে যেতে। একটি পাহাড় থেকে নেমে আসা বড় পাথর পায়ের সামনে পড়ে। রমেশের মনে হয়েছিল ওই পাথর পা এর সামনে পড়লে পা জখম হত তা নিশ্চিত।

advertisement

রমেশ গায়েনের মা এর বক্তব্য, চিন্তা তো খুবই হচ্ছে, ছেলে এখন বাড়ি ফিরলেই ভালো হয়। ওই দুর্ঘটনার কথা রমেশ যা বলল তাতে দুর্যোগ যে কম হয়নি, বোঝাই যাচ্ছে।

রমেশের বাবার বক্তব্য, শুক্রবার এই ঘটনা শুনে ঘুম হয়নি সারারাত। এখন একটু চিন্তামুক্ত। তবে বাড়ি না ফেরা পর্যন্ত চিন্তা কাটবে না। এই এলাকা থেকে প্রায় আশি জনের একটি গ্রুপ গেলেও বর্তমানে প্রতিটি বাড়িতে শুরুই চিন্তা।

advertisement

আরও পড়ুন- দুই ছাত্রের মৃত্যু ভাবিয়ে তুলেছে প্রশাসনকে! রবীন্দ্র সরোবরে চলছে ট্রায়াল রান

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

করোনা প্রকোপের পরে প্রায় দুই বছর পরে এই ভ্রমনে জন্য তুলনামূলক যাত্রী বেড়েছে তা স্পষ্ট। যদিও প্রবীর কর্মকারের মতো যাত্রীদের মন্তব্য, এভাবে দর্শন হওয়ার আগেই আটকে যেতে হবে সবাইকে, তা সত্যিই ভাবনার বাইরে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amarnath Cloudburst: ফোন আসছে, প্রিয়জন আসবে কবে! অমরনাথের দুর্যোগে কলকাতায় দুশ্চিন্তার মেঘ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল