জিটিএ নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেও ওই গান চলেছে দার্জিলিং, কার্শিয়ংয়ের আনাচে-কানাচে। এ বার সেই গানেরই আদলে মুখ্যমন্ত্রীকে নিয়ে পাহাড়ে তৈরি হয়েছে নতুন গানটি ৷ জানা গিয়েছে, পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী অনিত থাপার ওই গানটি শুনতে পান । পরে কথায় কথায় অনিত থাপাকে তিনি জানান যে, গানটি খুবই সুন্দর । এরপরই অনিত থাপা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করে গানটিকে অন্য ভাবে তৈরি করার উদ্যোগ নেন ৷ চার দিনে ওই গান তৈরি হয় ।
advertisement
গানটি গেয়েছেন রাজা ধর ও দেবব্রত চাকী ৷ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাসেইলি ৷ তিনিই অনিত থাপাকে নিয়ে তৈরি নেপালি গানটির গীতিকার ও সুরকার ৷ আর এই গানই এবার পাহাড় থেকে কলকাতায় যোগ দিতে আসা কর্মীরা বাজাচ্ছেন। এদিন সকালবেলা শিয়ালদহ স্টেশনে এসে পৌছন তারা। সেখান থেকে বাসে করে তারা। চলে যান সল্টলেক সেন্ট্রাল পার্ক ক্যাম্প অফিসে ৷ এই যাত্রা পথে বাজানো হচ্ছে এই গান। এ ছাড়া সল্টলেক সেন্ট্রাল পার্কের ক্যাম্প অফিসেও বাজছে এই গান ৷ দার্জিলিংয়ের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কর্মীরাও এই গান শুনে খুশি ৷
আরও পড়ুন- বাদল অধিবেশনের শুরুতেই অগ্নীবীরে প্রশ্নবাণ অভিষেকের, পাল্টা জবাব মোদি সরকারের
প্রসঙ্গত, পাহাড়ে GTA নির্বাচন করিয়ে নেওয়া একটা সাফল্য বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। পাহাড়ের ভোটে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেসও। সম্প্রতি পাহাড় সফর সেরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আরও উন্নয়ন বার্তা দেওয়া হয়েছে। গানে গানে সেই বার্তাই দিচ্ছে এই নয়া গান ৷