TRENDING:

‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...’ পাহাড়ের গান এবার কলকাতায় 

Last Updated:

কার্শিয়ংয়ে তৈরি হওয়া এই গান বাজছে ২১ জুলাইয়ের ক্যাম্প অফিসে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...৷’ পাহাড়ের এই গান বাজছে এবার কলকাতায়। ২১ জুলাই উপলক্ষ্যে যারা পাহাড় থেকে কলকাতায় এসেছেন তারাই বাজাচ্ছেন এই গান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গান উপহার দিয়েছিলেন জিটিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা । সম্প্রতি জিটিএ নির্বাচনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপার প্রচারে দলের পক্ষ থেকে একটি গান তৈরি করা হয়েছিল। যে গানে ছিল, হামরো অনিত, তিমিরো অনিত, সপাইকো অনিত।
‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...’ পাহাড়ের গান এবার কলকাতায় 
‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...’ পাহাড়ের গান এবার কলকাতায় 
advertisement

জিটিএ নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরেও ওই গান চলেছে দার্জিলিং, কার্শিয়ংয়ের আনাচে-কানাচে। এ বার সেই গানেরই আদলে মুখ্যমন্ত্রীকে নিয়ে পাহাড়ে তৈরি হয়েছে নতুন গানটি ৷ জানা গিয়েছে, পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী অনিত থাপার ওই গানটি শুনতে পান । পরে কথায় কথায় অনিত থাপাকে তিনি জানান যে, গানটি খুবই সুন্দর । এরপরই অনিত থাপা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করে গানটিকে অন্য ভাবে তৈরি করার উদ্যোগ নেন ৷ চার দিনে ওই গান তৈরি হয় ।

advertisement

আরও পড়ুন- ক্লাসে পড়ুয়াদের হাজিরা 'নিশ্চিত' করতে কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে শুরু হতে চলেছে বায়োমেট্রিক ব্যবস্থা

গানটি গেয়েছেন রাজা ধর ও দেবব্রত চাকী ৷ গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাসেইলি ৷ তিনিই অনিত থাপাকে নিয়ে তৈরি নেপালি গানটির গীতিকার ও সুরকার ৷ আর এই গানই এবার পাহাড় থেকে কলকাতায় যোগ দিতে আসা কর্মীরা বাজাচ্ছেন। এদিন সকালবেলা শিয়ালদহ স্টেশনে এসে পৌছন তারা। সেখান থেকে বাসে করে তারা। চলে যান সল্টলেক সেন্ট্রাল পার্ক ক্যাম্প অফিসে ৷ এই যাত্রা পথে বাজানো হচ্ছে এই গান। এ ছাড়া সল্টলেক সেন্ট্রাল পার্কের ক্যাম্প অফিসেও বাজছে এই গান ৷ দার্জিলিংয়ের পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কর্মীরাও এই গান শুনে খুশি ৷

advertisement

আরও পড়ুন- বাদল অধিবেশনের শুরুতেই অগ্নীবীরে প্রশ্নবাণ অভিষেকের, পাল্টা জবাব মোদি সরকারের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, পাহাড়ে GTA নির্বাচন করিয়ে নেওয়া একটা সাফল্য বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। পাহাড়ের ভোটে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেসও। সম্প্রতি পাহাড় সফর সেরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আরও উন্নয়ন বার্তা দেওয়া হয়েছে। গানে গানে সেই বার্তাই দিচ্ছে এই নয়া গান ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...’ পাহাড়ের গান এবার কলকাতায় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল