২০২৪-এর ডিসেম্বরে সেই সংখ্যা পৌঁছেছে ১০ লক্ষ ৩৩ হাজার ৮০০-তে।
টিকিট বিক্রিতে অনলাইন বন্দোবস্তের জেরেই এই রেকর্ড সংখ্যক দর্শনার্থীর আগমন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। অনলাইন টিকিট, ক্যাশলেস ইউপিআই পেমেন্টের পাশাপাশি খোলা ছিল ২৮ টি টিকিট কাউন্টার। ফলে অনলাইন এবং অফলাইন-দু’ রকম ব্যবস্থাতেই বিক্রি হয়েছে পর্যাপ্ত টিকিট। প্রসঙ্গত ১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর আলিপুরে তৈরি হয় চিড়িয়াখানা।গত বছর সেপ্টেম্বরে দেড়শো বছরে পা দিয়েছে আলিপুর চিড়িয়াখানা। জন্মদিন উপলক্ষে উপহার দেওয়া হয়েছে নতুন ফটক। কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, সার্ধশতবর্ষ উপলক্ষে চিড়িয়াখানায় আনা হয়েছে আরও কিছু প্রাণী। রয়েছে একাধিক পরিকল্পনাও।
advertisement
সার্ধশতবর্ষে ভোলবদল হয়েছে প্রধান ফটকের। প্রায় দোতলা সমান উঁচু ফটকের শীর্ষে থাকছে হাতির মাথার প্রতিকৃতি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, সাপ এবং পাখিদের খাঁচা নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, সার্ধ শতবর্ষ উপলক্ষে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি চলবে চিড়িয়াখানায়।