TRENDING:

KMC Elections 2021: রবিবার, জমিয়ে শীত! কিন্তু আগামিকাল বন্ধ চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া

Last Updated:

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে শীত কালে পুরভোটের নজির রয়েছে কলকাতায়৷ কিন্তু শীত কালে কখনও কলকাতা পুরসভার নির্বাচন হয়নি (KMC Elections 2021)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জমিয়ে শীত পড়েছে কলকাতায়৷ আগামিকাল, রবিবার থেকেই আরও জাঁকিয়ে শীত পড়ার কথা৷ জমিয়ে শীত আর তার সঙ্গে রবিবার- চিড়িয়াখানা, ভিক্টোরিয়া বা জাদুঘরে যাওয়ার পরিকল্পনা সেরে রেখেছেন অনেকেই৷ কিন্তু আগামিকাল, রবিবার ইচ্ছে থাকলেও চিড়িয়াখানা সহ কলকাতার কোনও দ্রষ্টব্য স্থানেই প্রবেশাধিকার থাকছে না দর্শকদের৷ কারণ রবিবার কলকাতায় পুরভোট (KMC Elections 2021)৷
পুরভোটের জন্য বন্ধ থাকবে চিড়িয়াখানাও৷
পুরভোটের জন্য বন্ধ থাকবে চিড়িয়াখানাও৷
advertisement

সাধারণত যে কোনও ভোটই হয় এপ্রিল, মে মাসের চড়া গরমে৷ রবিবার জমাটি ঠান্ডার (Winter 2021) মধ্যেই ভোট দেবেন কলকাতাবাসী৷ যে কোনও নির্বাচনের দিনই কলকাতায় চিড়িয়াখানা, জাদুঘর সহ সব দ্রষ্টব্য স্থানই বন্ধ থাকে৷ কারণ, নিরাপত্তার কারণেই জরুরি প্রয়োজন এবং বিশেষ অনুমতি ছাড়া বাইরে থেকে কাউকেই কলকাতায় প্রবেশ করতে দেওয়া হয় না৷

advertisement

আরও পড়ুন: আগামিকাল থেকে জাঁকিয়ে শীত কলকাতায়

পুরভোটের জন্যও সেই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে৷ জারি থাকছে ১৪৪ ধারা৷ শীতকাল হওয়ায় কলকাতার বিভিন্ন জায়গায় নানা ধরনের মেলাও চলছিল৷ রবিবার সেই সব মেলাও বন্ধ থাকছে৷

অন্যান্য নির্বাচন গরম কালে হওয়ায় চিড়িয়াখানা বা ভিক্টোরিয়া বন্ধ থাকলেও সেভাবে প্রভাব পড়ে না৷ কিন্তু শীতকাল এবং রবিবার মানেই এসব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড়৷ ফলে, আগামিকাল যাঁরা চিড়িয়াখানা বা জাদুঘর দর্শনের পরিকল্পনা করেছিলেন, তাঁদের সেই অন্য দিনের কথা ভাবতে হবে৷

advertisement

আরও পড়ুন: ওহ লাভলি! পুরভোটে মদন-নচিকেতার বড় চমক! প্রকাশ্যে ‘খেলার গান’...

পুরভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতার সমস্ত প্রবেশ পথেই কড়া নাকা তল্লাশির ব্যবস্থা করেছে পুলিশ৷ গত কয়েকদিন ধরেই গাড়ি থামিয়ে থামিয়ে চলছে নাকা তল্লাশি৷ শুধু কলকাতা নয়, তল্লাশি চালানো হচ্ছে বিধাননগর এবং হাওড়াতেও৷

সেরা ভিডিও

আরও দেখুন
মেলায় বিনোদন নয়, শিশুদের শেখানো হচ্ছে আত্মরক্ষার পাঠ! স্যালুট জানানোর মতো উদ্যোগ
আরও দেখুন

ক্ষমতায় আসার পর থেকেই বার বার শীত কালে ভোটের পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর যুক্তি ছিল, গরমে ভোট হলে কষ্ট হয় সবারই৷ করোনা অতিমারি সহ নানা কারণে শেষ পর্যন্ত শীতে ভোট দেওয়ার অভিজ্ঞতা হবে শহরবাসীর৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে শীত কালে পুরভোটের নজির রয়েছে কলকাতায়৷ কিন্তু শীত কালে কখনও কলকাতা পুরসভার নির্বাচন হয়নি৷ রবিবার তাই শীতকালের রবিবারেও ব্যতিক্রমী ছবি দেখা যাবে চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়ায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: রবিবার, জমিয়ে শীত! কিন্তু আগামিকাল বন্ধ চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল