আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগামী ১৫ ডিসেম্বর থেকে নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ৪৮ দিন খোলা থাকবে চিড়িয়াখানা৷ ১৫ ডিসেম্বর, শুক্রবার থেকে চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত৷
আরও পড়ুন : আপনার বাচ্চা অবাধ্য ও জেদি? কোনও কথা শোনে না? ভাল বাবা মা হওয়ার সহজ টিপস জানুন
advertisement
তবে শীতের আমেজ আসতে না আসতেই চিড়িয়াখানায় শুরু উৎসবের পরিবেশ৷ এ বছর ঠান্ডা আগেই চলে এসেছে কলকাতা-সহ রাজ্যে৷ ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভিড়ের মুখ চিড়িয়াখানার দিকে৷
সাধারণ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে চিড়িয়াখানায় ভিড় জমে ওঠে৷ এ বার আর অত দিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ উৎসবের শহর৷ ইতিমধ্যেই গত রবিবার গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় রেকর্ড ভিড় হয়েছে আলিপুর চিড়িয়াখানায়৷ শীতের মরশুমের বাকি দিনগুলোয় পারদ পতনের সঙ্গেই পাল্লা দিয়ে চিড়িয়াখানায় ভিড় বাড়বে বলে ধারণা কর্তৃপক্ষের৷