দলের একাংশের বক্তব্য, রাজ্যের উন্নয়ন ও মানুষের স্বার্থে শুরু হওয়া এসআইআর প্রকল্প নিয়ে বিরোধীদের ভুল ব্যাখ্যার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই সভার পরিকল্পনা। শহিদ মিনারের সভাকে ঘিরে ইতিমধ্যেই সংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য তৃণমূলের তরফে।
আরও পড়ুন: সোজা ফ্ল্যাটে ঢুকে পড়ল ভিনরাজ্যের খুনি! সল্টলেকের অভিজাত এলাকায় আতঙ্ক, ফেরার এখনও ১
advertisement
তৃণমূলের অবশ্য দাবি, SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। SIR- কতটা ক্ষতিকারক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ব্লকে ব্লকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য এবার কালীপুজোর পরই পথে নামতে চলেছে রাজ্যের শাসক শিবির।
তৃণমূলের দাবি, এসআইআর-এর নামে ওরা এনআরসি বসানোর চেষ্টা করছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। বিভিন্ন সময় তা বারবার উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি এনআরসি কার্যকর করার অজুহাত হিসাবে এসআইআর ব্যবহার করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে।
ইতিমধ্যেই এই সভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দু-একদিনের মধ্যেই সভার চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়ে যাবে। সাংগঠনিক বৈঠকে বারবার তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত ব্লক নেতৃত্বকে সাথে নিয়ে জোরদার জনসংযোগ সারতে নির্দেশ দিয়েছিল। ইতিমধ্যেই বঙ্গে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা।