TRENDING:

AITMC on SIR: ‘SIR-এর নামে ওরা NRC করতে চাইছে’, পুজোর মরসুম কাটলেই SIR নিয়ে সভা করবে তৃণমূল কংগ্রেস 

Last Updated:

তৃণমূলের অবশ্য দাবি, SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। SIR- কতটা ক্ষতিকারক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ব্লকে ব্লকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য এবার কালীপুজোর পরই পথে নামতে চলেছে রাজ্যের শাসক শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর (SIR) নিয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শহিদ মিনার ময়দানে এই সভা হবে। চেষ্টা হচ্ছে ২ নভেম্বর সভা করার। তা সম্ভব না হলে ১১ কিংবা ১২ নভেম্বর এই সভা হতে পারে। মূল বক্তা হিসেবে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ও। উৎসব-মরসুম শেষে এসআইআর আন্দোলন তুঙ্গে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের স্পষ্ট কথা, একজনও বৈধ ভোটারের নাম বাদ দিলে আন্দোলনে উত্তাল হবে বাংলা৷
News18
News18
advertisement

দলের একাংশের বক্তব্য, রাজ্যের উন্নয়ন ও মানুষের স্বার্থে শুরু হওয়া এসআইআর প্রকল্প নিয়ে বিরোধীদের ভুল ব্যাখ্যার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই সভার পরিকল্পনা। শহিদ মিনারের সভাকে ঘিরে ইতিমধ্যেই সংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য তৃণমূলের তরফে।

আরও পড়ুন: সোজা ফ্ল্যাটে ঢুকে পড়ল ভিনরাজ্যের খুনি! সল্টলেকের অভিজাত এলাকায় আতঙ্ক, ফেরার এখনও ১

advertisement

তৃণমূলের অবশ্য দাবি, SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। SIR- কতটা ক্ষতিকারক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ব্লকে ব্লকে সেই খবর পৌঁছে দেওয়ার জন্য এবার কালীপুজোর পরই পথে নামতে চলেছে রাজ্যের শাসক শিবির।

তৃণমূলের দাবি, এসআইআর-এর নামে ওরা এনআরসি বসানোর চেষ্টা করছে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছে। আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। বিভিন্ন সময় তা বারবার উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি এনআরসি কার্যকর করার অজুহাত হিসাবে এসআইআর ব্যবহার করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে।

advertisement

আরও পড়ুন: OBC কোটা নিয়ে বড় রায়! বিরাট ধাক্কা শীর্ষ আদালতে, ‘সর্বোচ্চ সীমা ৫০%,’ মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

ইতিমধ্যেই এই সভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দু-একদিনের মধ্যেই সভার চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়ে যাবে। সাংগঠনিক বৈঠকে বারবার তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত ব্লক নেতৃত্বকে সাথে নিয়ে জোরদার জনসংযোগ সারতে নির্দেশ দিয়েছিল। ইতিমধ্যেই বঙ্গে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
AITMC on SIR: ‘SIR-এর নামে ওরা NRC করতে চাইছে’, পুজোর মরসুম কাটলেই SIR নিয়ে সভা করবে তৃণমূল কংগ্রেস 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল