রাজ্যের বিভিন্ন মহিলা সংগঠন নিয়ে আজ বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েতে ও জেলা পরিষদে দায়িত্বে পাওয়া মহিলাদের আরও বেশি করে জনসংযোগ করার পরামর্শ।
বিশেষ কর্মসূচী থাকবে উত্তরের জেলাগুলি নিয়েও। এদিন তৃণমূল ভবনে বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনিপুর নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে মহিলা তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- ‘আজই মধ্যরাতে…!’ রহস্য বাড়িয়ে ব্রাত্যকে ‘বিস্ফোরক’ হুঁশিয়ারি রাজ্যপালের
advertisement
জেলা সভানেত্রীদের নিয়ে আলোচনায় সিদ্ধান্ত। মনিপুর নিয়ে ২২ সেপ্টেম্বর রাজ্যের সব পুরসভায় স্বাক্ষর অভিযান করবে তৃণমূল মহিলা কংগ্রেস।
এই কর্মসূচির নাম রাখা হয়েছে ” আপনার স্বাক্ষর আপনার প্রতিবাদ।” চন্দ্রিমা ভট্টাচার্য এদিন বলেন ” প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একটা কথাও এখনও বলেননি। উনি না বললেও আমরা ভুলছি না। তাই একদিনের স্বাক্ষর প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। কেউ স্বাক্ষর করার পাশাপাশি গান, নাটক নিয়ে প্রতিবাদ জানাতে পারেন “
পাশাপাশি “গ্যাসের ফানুস” কর্মসূচিও নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। আগামী ৩ থেকে ১০ অক্টোবর এই কর্মসূচি পালিত হবে ব্লকে ব্লকে। প্রতি ব্লকে রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের অফিসে যাবেন তৃণমূল মহিলা সেলের সদস্যরা।
কত জন উজ্জ্বলা প্রকল্পে ডি-এক্টিভেটেড হয়েছেন, কতজন আর চালিয়ে যেতে পারেননি, সেই বিষয়ে খোঁজ নেবেন। মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নিয়ে বলেন, “রাখীর উপহারের নামে বহু তথ্য দিচ্ছে না মোদী সরকার। আমরা বলছি, গ্যাসের ফানুস। প্রচার কত আর প্রকৃত উপকৃত ক’জন তার তথ্য নেবে তৃণমূল মহিলা কংগ্রেস।
এর পাশাপাশি এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ধূপগুড়ির নির্বাচন আরও একবার প্রমাণ করে দিল, এই রাজ্যের মহিলারা মমতার সঙ্গেই আছেন। তাদের উৎসাহ ও যোগদান ছিল চোখে পড়ার মতো। আমরা মহিলাদের ভোট ব্যাংক বলে মনে করি না। তবে একথা সত্যি, মহিলাদের সমর্থন আমাদের সঙ্গে ছিল। আগামী নির্বাচনেও এই সমর্থন আমরা পাবো।