আরও পড়ুন- মালা হাতে দাঁড়িয়ে বর, পাত্রী হঠাৎ গেল ‘বাথরুমে’! অনুসরণ করতেই যা দেখা গেল…অজ্ঞান যুবক!
অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ বি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে।
advertisement
আরও পড়ুন- পুরুষরা বার্ধক্যকে ‘বাই’ বলুন, এটা ৭ দিন খেলেই শিরায় শিরায় টগবগ করবে যৌবন! এবার খেল শুরু!
সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিন ঘন কুয়াশার সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ ও দক্ষিণবঙ্গের দশ জেলায় ঘন কুয়াশার দাপট। আগামীকালও চলবে কুয়াশার ঘনঘটা। দৃশ্যমানতা ৫০ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে কোথাও কোথাও।
এই পরিস্থিতিতে অচল হয়ে পড়ছে যানবাহন পরিষেবা। বাইপাসে সায়েন্স সিটির কাছে দৃশ্যমানতা খুবই কম। রাস্তায় ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় যেমন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তেমনই বিঘ্ন ঘটছে রেল এবং বিমান পরিষেবায়। দৃশ্যমানতা কম থাকায় ট্রেন দেরিতে চলছে। কুয়াশার কারণে দুই রাজধানী এক্সপ্রেস লেট। কুয়াশার চাদরে আকাশ ঢেকে থাকায় বিমান পরিষেবা একেবারেই বিপর্যস্ত।