টোকিও থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৩৫৭-এ সমস্যা দেখা দিল এদিন। ফলে সেই বিমান জরুরি অবতরণ করানো হল কলকাতা বিমানবন্দরে। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় মাঝ আকাশে। ফলে বিমানের জরুরি অবতরণ ছাড়া আর কোনও বিকল্প ছিল না।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পরও এয়ার ইন্ডিয়ার বিমান নিয়ে একের পর এক সমস্যার কথা প্রকাশ্যে আসে। চলতি মাসে ওই দুর্ঘটনায় প্রাণ হারান এয়ার ইন্ডিয়ার বিমানের ২৪১ জন যাত্রী। রবিবার বিকেল ৩ টে ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।
advertisement
এদিন মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট তৎক্ষণাৎ গোটা বিষয়টি এটিসিকে জানান। এটিসি সবুজ সংকেত দেওয়ার পরেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানে ২৩৭ জন যাত্রী ও ১৪ জন ক্রু মেম্বার ছিলেন। এখনও পর্যন্ত যাত্রীরা কলকাতা বিমানবন্দরে লাউঞ্জ অপেক্ষা করছেন। রাতেই অন্য বিমানে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে যাত্রীদের।
আরও পড়ুন- বর্ষার বৃষ্টি কোথায়? আকাশের ভোলবদল হবে ২৪ ঘণ্টায়, ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে জেলার পর জেলা!
রক্ষণাবেক্ষণের অভাবে এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠছে। কেন বারবার সমস্যা দেখা দিচ্ছে, তা হলে কি রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, প্রশ্ন উঠেছে।
কিছুদিন আগেই মুম্বই যাওয়ার পথে একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। ২৪ ঘণ্টারও বেশি বিমানটি দাঁড়িয়েছিল। তার পর আবার সেটি উড়ে যায়।