আরও পড়ুন- "সময়ে সিদ্ধান্ত নেয় না সরকার," ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিন গড়করি
সংগঠনের পক্ষ থেকে সেই জুলুমের প্রতিবাদে আজ এআইডিএসও-র পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। বেলা ১টায় মিছিল শুরু হয় শ্রদ্ধানন্দ পার্ক থেকে, গন্তব্য কলেজ স্ট্রিট অবধি। মিছিল সেখান থেকে শুরু করে বউ বাজার হয়ে কলেজ স্ট্রিটে পৌঁছায়। প্রথম থেকেই মিছিল ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা ছিল। মিছিল যখন কলেজ স্ট্রিট ক্রসিংয়ে গিয়ে পৌছায় তখন এআইডিএসওর ছাত্রছাত্রীরা কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে। কলেজ স্ট্রিট মোড় প্রায় আধঘণ্টা অবরুদ্ধ ছিল।
advertisement
সেই সময় পুলিশ অবরোধ তুলে নেওয়ার জন্য বারে বারে আবেদন করে অবরোধকারীদের। আন্দোলনকারীদের দাবি, গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যদিকে, কলেজ স্ট্রিট মোড় অবরোধ হওয়ার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন প্রচুর যাত্রী। পুলিশের অনুরোধে কান দিতে নারাজ বিক্ষোভকারীরা। অবশেষে আধঘণ্টা পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়।
আরও পড়ুন- "ভয় পেয়েছে বিজেপি, শিগগিরই সরানো হবে গুজরাতের রাজ্য সভাপতিকে", দাবি কেজরিওয়ালের!
প্রত্যেক বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে আটক করে নিয়ে যায় পুলিশ। যান চলাচল শুরু হয়। ছাত্র আন্দোলনে হামেশাই জেরবার হয় কলেজস্ট্রিট অঞ্চল। এআইডিএসওর পক্ষ থেকে জানানো হয়েছে সহপাঠীদের যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে আবারও আন্দোলনে নামবেন তাঁরা।