TRENDING:

AIDSO Student Agitation: কোচবিহারে ধৃত পড়ুয়াদের নিঃশর্ত মুক্তির দাবিতে ধুন্ধুমার কলেজ স্ট্রিট মোড়, আটক আন্দোলনকারীরা

Last Updated:

College Street Agitation: প্রত্যেক বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে আটক করে নিয়ে যায় পুলিশ। যান চলাচল শুরু হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘকাল লকডাউন চলার পর স্কুল কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে ছাত্র সংগঠনগুলি।এআইডিএসও ছাত্র সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে। গত ১৭ আগস্ট এই ছাত্র সংগঠন কোচবিহার সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে ডেপুটেশন দিতে গেলে পুলিশ মোট ১৩ জন ছাত্রছাত্রীকে গ্রেফতার করে। ছাত্রছাত্রীদের দাবি, ডেপুটেশন দিতে গেলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো থেকে আরম্ভ করে শ্লীলতাহানির মতো জামিন অযোগ্য ধারায় মামলা দেয় পুলিশ। এখনও তাঁরা হাজতে রয়েছেন।তাঁদের ওপর পুলিশ অত্যাচার করছে বলেও অভিযোগ।
advertisement

আরও পড়ুন- "সময়ে সিদ্ধান্ত নেয় না সরকার," ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিন গড়করি

সংগঠনের পক্ষ থেকে সেই জুলুমের প্রতিবাদে আজ এআইডিএসও-র পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। বেলা ১টায় মিছিল শুরু হয় শ্রদ্ধানন্দ পার্ক থেকে, গন্তব্য কলেজ স্ট্রিট অবধি। মিছিল সেখান থেকে শুরু করে বউ বাজার হয়ে কলেজ স্ট্রিটে পৌঁছায়। প্রথম থেকেই মিছিল ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা ছিল। মিছিল যখন কলেজ স্ট্রিট ক্রসিংয়ে গিয়ে পৌছায় তখন এআইডিএসওর ছাত্রছাত্রীরা কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে। কলেজ স্ট্রিট মোড় প্রায় আধঘণ্টা অবরুদ্ধ ছিল।

advertisement

সেই সময় পুলিশ অবরোধ তুলে নেওয়ার জন্য বারে বারে আবেদন করে অবরোধকারীদের। আন্দোলনকারীদের দাবি, গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যদিকে, কলেজ স্ট্রিট মোড় অবরোধ হওয়ার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন প্রচুর যাত্রী। পুলিশের অনুরোধে কান দিতে নারাজ বিক্ষোভকারীরা।  অবশেষে আধঘণ্টা পরে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়।

advertisement

আরও পড়ুন- "ভয় পেয়েছে বিজেপি, শিগগিরই সরানো হবে গুজরাতের রাজ্য সভাপতিকে", দাবি কেজরিওয়ালের!

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

প্রত্যেক বিক্ষোভকারীকে প্রিজন ভ্যানে আটক করে নিয়ে যায় পুলিশ। যান চলাচল শুরু হয়।  ছাত্র আন্দোলনে হামেশাই জেরবার হয় কলেজস্ট্রিট অঞ্চল।  এআইডিএসওর পক্ষ থেকে জানানো হয়েছে সহপাঠীদের যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে আবারও আন্দোলনে নামবেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
AIDSO Student Agitation: কোচবিহারে ধৃত পড়ুয়াদের নিঃশর্ত মুক্তির দাবিতে ধুন্ধুমার কলেজ স্ট্রিট মোড়, আটক আন্দোলনকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল