কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তৎপরতায় শুক্রবার গার্ডেনরিচ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সেদিনই তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ২১ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ট্রেনের 3AC কোচে টয়লেটের কাছে বসে সেনা জওয়ানরা, TTE এসে বললেন ‘স্যর, আপনাদের…’! এতেই ঝড় উঠল
বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহসান খান আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা, তবে বছরখানেক ধরে থাকছেন গার্ডেনরিচ এলাকায়। তিনি ভারতীয় পাসপোর্ট তৈরির জন্য নথিপত্র জমা দেন। পুলিশের ভেরিফিকেশন চলাকালীন জন্মের শংসাপত্র ঘিরে সন্দেহ তৈরি হয়।
পুলিশ তখনই বিষয়টি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে যাচাই করতে পাঠায়, কারণ সেই নথি অনুযায়ী গোসাবা এলাকার এক পঞ্চায়েত থেকে জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছিল। পরে প্রশাসনের তরফে জানানো হয়, ওই শংসাপত্রটি ভুয়ো।
এর পরই আহসানকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখযোগ্যভাবে, এর আগেও ভুয়ো জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট বানানোর চেষ্টায় পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। লাগাতার এই ধরনের ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পাসপোর্ট দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।