TRENDING:

Ahiritola Case: ট্রলিব্যাগ কাণ্ডে কী করে খুন বৃদ্ধা? দেহ কী ভাবে ভরা হল ট্রলিতে? হাড়হিম ঘটনার বিরাট আপডেট

Last Updated:

Ahiritola Case: গ্রেফতার হওয়ার পরে দফায় দফায় ফাল্গুনী এবং সুমিতা ঘোষকে জেরা করেছে পুলিশ। সূত্রের খবর, সুমিতা ঘোষকে রবিবার বিকেল ৪টেয় খুন করে ফাল্গুনী এবং আরতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রেফতার হওয়ার পরে দফায় দফায় ফাল্গুনী এবং আরতি ঘোষকে জেরা করেছে পুলিশ। সূত্রের খবর, সুমিতা ঘোষকে রবিবার বিকেল ৪টেয় খুন করে ফাল্গুনী এবং আরতি। দেহ বাড়িতে রেখেই সোমবার সারাদিন কলকাতা শহরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় ফাল্গুনী এবং আরতি।
ট্রলিতে দেহ উদ্ধার
ট্রলিতে দেহ উদ্ধার
advertisement

আরও পড়ুন: অনেকক্ষণ দরজা বন্ধ মুম্বই মেলের টয়লেটের! সাঁতরাগাছিতে দরজা খুলতেই যা হল… চোখ ছানাবড়া সকলের

কোথায় দেহ ফেলা যেতে পারে সেই সম্পর্কে রেইকি করতেই তারা সোমবার বেরিয়েছিল বলে জানা গিয়েছে পুলিশি জেরায়। বাড়ি ফেরার সময় গন্ধ ঢাকতে একটি বিশেষ স্প্রে (পারফিউম বা বডি স্প্রে নয়) কেনে তারা। বাড়িতে গিয়ে সেটা ব্যবহার করে তারা।

advertisement

সেই সঙ্গে আরও জানা গিয়েছে, বাড়িতে থাকা পুরনো একটি ট্রলিতে দেহ ভরার সময় গোড়ালি শক্ত হয়ে যাওয়ার কারণে ঢোকাতে সমস্যা হচ্ছিল। সেই সময় বাড়ির বটি নিয়ে প্রথমে গোড়ালি কাটার চেষ্টা করলেও, গোড়ালির শক্ত হাড় কাটতে পারেনি তারা।

আরও পড়ুন: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

তারপর বটির কাঠের অংশ দিয়ে গোড়ালিতে আঘাত করে করে সেটিকে  সেট করে তারা। পরে মঙ্গলবার ভ্যান এবং ট্যাক্সিতে করে দেহ নিয়ে আসে কুমোরটুলিতে। ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি তাদের মধ্যে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ahiritola Case: ট্রলিব্যাগ কাণ্ডে কী করে খুন বৃদ্ধা? দেহ কী ভাবে ভরা হল ট্রলিতে? হাড়হিম ঘটনার বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল