আরও পড়ুন: অনেকক্ষণ দরজা বন্ধ মুম্বই মেলের টয়লেটের! সাঁতরাগাছিতে দরজা খুলতেই যা হল… চোখ ছানাবড়া সকলের
কোথায় দেহ ফেলা যেতে পারে সেই সম্পর্কে রেইকি করতেই তারা সোমবার বেরিয়েছিল বলে জানা গিয়েছে পুলিশি জেরায়। বাড়ি ফেরার সময় গন্ধ ঢাকতে একটি বিশেষ স্প্রে (পারফিউম বা বডি স্প্রে নয়) কেনে তারা। বাড়িতে গিয়ে সেটা ব্যবহার করে তারা।
advertisement
সেই সঙ্গে আরও জানা গিয়েছে, বাড়িতে থাকা পুরনো একটি ট্রলিতে দেহ ভরার সময় গোড়ালি শক্ত হয়ে যাওয়ার কারণে ঢোকাতে সমস্যা হচ্ছিল। সেই সময় বাড়ির বটি নিয়ে প্রথমে গোড়ালি কাটার চেষ্টা করলেও, গোড়ালির শক্ত হাড় কাটতে পারেনি তারা।
আরও পড়ুন: ভারতের ২০০ টাকা মানে এদেশের ১ লাখ! ৬০০০ বছরের পুরনো সভ্যতা, জানেন কোন দেশ?
তারপর বটির কাঠের অংশ দিয়ে গোড়ালিতে আঘাত করে করে সেটিকে সেট করে তারা। পরে মঙ্গলবার ভ্যান এবং ট্যাক্সিতে করে দেহ নিয়ে আসে কুমোরটুলিতে। ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি তাদের মধ্যে।
