TRENDING:

Abhijeet Ganguly || বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুঁতো, ১৩ বছর পর শিক্ষকের হাতে নিয়োগপত্র! মেটানো হল ১৩ বছরের বকেয়া ১০ লক্ষ টাকা

Last Updated:

Abhijeet Ganguly || নির্দেশ দেওয়ার ৯ ঘন্টার মধ্যে রাতেই পৌঁছে গেল নিয়োগপত্র। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৩ বছরের বিবাদ, ১ দিনে মীমাংসা! আবারও নেপথ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাদ্রাসায় সাম্মানিক স্নাতক স্তরে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেলেনি নিয়োগপত্র। স্নাতক স্তরের চাকরিতেই দিন কাটছিল। শুধু অভিযোগ আর অভিযোগ। ঘুম আর ভাঙছিল না মাদ্রাসা সার্ভিস কমিশনের। এরপর হাইকোর্টের নির্দেশ দান মে মাসে। তিন মাস কেটে গেলেও আদালতের নির্দেশ মানা হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মঙ্গলবার  গ্রেফতারির হুঁশিয়ারি দিতেই ২৪ ঘণ্টার মধ্যে নির্দেশ পালন। ১৩ বছরের বকেয়া ১০ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হল  শিক্ষককে। নির্দেশ দেওয়ার ৯ ঘন্টার মধ্যে রাতেই পৌঁছে গেল নিয়োগপত্র।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় 
অভিজিৎ গঙ্গোপাধ্যায় 
advertisement

তবে তার পরও আদালতের নির্দেশ যথাযথ ভাবে পালন না হওয়ায় মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করল বুধবার কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ, বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে হবে। এত দিনেও কেন তিনি আদালতের নির্দেশ মানেননি তার ব্যাখ্যা দিতে হবে।

২০০২ সালে দক্ষিণ ২৪ পরগনার, খিদিরপুরের হাই স্কুলে চাকরি পান  খলিলউল্লাহ বৈদ্য। তাঁর দাবি, ২০০৮ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। ওই বছরই তাঁর চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন যে স্কুলে নিয়োগের সুপারিশ দেয় সেখানে কোনও শূন্যপদ ছিল না। এমনকি সেই স্কুলটি বাড়ি থেকে অনেক দূরে। খলিলউল্লাহের আদালতের কাছে আবেদন , বার বার দরবার করেও কাজ হয়নি। দীর্ঘ দিন ধরে নিয়োগের সুপারিশপত্র না দেওয়ার অভিযোগ তুলে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।

advertisement

আরও পড়ুন- সেপ্টেম্বরের জাতকরা ঠিক কেমন স্বভাবের হন, দেখে নিন এক নজরে

মামলাকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এবং গোলাম মহিউদ্দিন জানান, বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় খলিলউল্লাহকে ৯০ দিনের মধ্যে বাড়ির ২০ কিলোমিটারের মধ্যে নিয়োগের সুপারিশপত্র এবং ২০০৯ সাল থেকে বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দেন। এত দিন কেটে গেলেও তা মানা হয়নি। এটা আদালত অবমাননার সামিল। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি, ২৪ ঘণ্টার মধ্যে ওই কমিশনের চেয়ারম্যানকে তলব করে উচ্চ আদালতের ১৭ নম্বর এজলাসে। আইনজীবীরা জানান, আদালতের কড়া নির্দেশের পরেই নড়েচড়ে বসে কমিশন। তড়িঘড়ি রাত সাড়ে ১০টা নাগাদ মামলাকারীর বাড়িতে পৌঁছে যায় সুপারিশপত্র। বকেয়া বেতন দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার ফের মামলাটির শুনানি।

advertisement

আরও পড়ুন- মিথ্যে মামলায় ফাঁসাতে পুলিশের গাড়িতে পুলিশ, নাহলে তৃণমূলের কর্মীরাই আগুন লাগিয়েছে... দাবি শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও আদালতের সম্পূর্ণ নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করেন মামলাকারী। তাঁর বক্তব্য, "উচ্চ আদালত বাড়ির ২০ কিলোমিটারের মধ্যে চাকরি দিতে বললেও, চাকরি দেওয়া হয়েছে প্রায় ৭০ কিলোমিটার দূরে।" বুধবার বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় ফের ২৪ ঘণ্টার মধ্যে তলব করেছেন ওই কমিশনের চেয়ারম্যানকে। ওই দিন মামলাটির পরবর্তী শুনানি হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijeet Ganguly || বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গুঁতো, ১৩ বছর পর শিক্ষকের হাতে নিয়োগপত্র! মেটানো হল ১৩ বছরের বকেয়া ১০ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল