রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে পরিষদীয় দফতরের দায়িত্বেও ছিলেন পার্থ। তাই কাজের সুবিধার জন্যই তাঁকে মুখ্যমন্ত্রীর পাশের আসনটি দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি যখন মন্ত্রিসভাতেই নেই, তাই তাঁর আর মুখ্যমন্ত্রীর পাশের আসনে বসার কোনও মানে নেই। কানাঘুষো শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর পাশের আসনটি পেতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আপাতত তেমনটি হচ্ছে না!
advertisement
আরও পড়ুন: বৃষ্টি মাটি করবে না তো দুর্গাপুজোর শোভাযাত্রা? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
অন্যদিকে, হাজার চেষ্টা করেও শেষরক্ষা হল না! মিলল না জামিন! পার্থের কাকুতি-মিনতি-তে 'গলল না' আদালত! নাকোচ হল জামিনের আর্জি!Partha Chatterjee আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজতে অর্পিতাও।
আরও পড়ুন: হাতে হাত, নতুন সংকল্প শোভন-বৈশাখীর! যুগলের গণেশ পুজোর ছবি এখন চর্চায়
বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হয় আদালতে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন পার্থ এবং অর্পিতা দু’জনেই। টানা ৪২ দিন বাড়ির বাইরে প্রাক্তন মন্ত্রী, তার মধ্যে গত ২৬ দিন কেটেছে জেলে। বুধবার আইনজীবীদের মাধ্যমে পার্থের আবেদন, তিনি যে-কোনও মূল্যে জামিন চান। পার্থের ভাষায়, '' ‘‘আমি অসুস্থ। আমি প্রভাবশালীও নেই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন।’’