কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে শহরের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে অন্যতম ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন। এই লাইনটি সম্পূর্ণ ভাবে চালু হয়ে গেলে হাওড়া ময়দানের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে সল্টলেক সেক্টর ফাইভ। বর্তমানে দু’টি ভাগে পরিষেবা চলে এই লাইনে। একটি ভাগে পরিষেবা হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করে। অন্য ভাগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করে মেট্রো।
advertisement
রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকে। ফলে মেট্রো পরিষেবাও সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় রবিবার কম থাকে।এই অবস্থায় রবিবার করে ইস্ট-ওয়েস্ট লাইনে পরিষেবা বন্ধ রেখে প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে কমিউনিকেশন বেসড সিগন্যাল সিস্টেমের কাজ সম্ভবত শেষ হয়েছে।
তাই রবিবার পুনরায় পরিষেবা শুরু করা হচ্ছে। রবিবার পুরোদস্তুর ছুটির মুডেই থাকে মহানগর। তবে ছুটির দিন বলে পথঘাট যে জনশূন্য থাকে, এমনটা নয়। বিশেষ করে, হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করা লোকজনের সংখ্যা নেহাত কম থাকে না। ওই যাত্রীদের কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর কর্তারা ঘোষণা করেছিলেন যে, রবিবারও চালু করা হবে গ্রিন লাইন টু-র পরিষেবা।শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে অবশ্য চলবে না রবিবার মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দুটো রুটেই চলবে মেট্রো। কাজের জন্য এই দুই রুটের মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। দুপুর ২:১৫ উভয় প্রান্ত থেকে প্রথম মেট্রো। রাত ৯;৪৫ মিনিটে উভয় প্রান্ত থেকে শেষ মেট্রো।
