TRENDING:

সুখবর! হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, এবার থেকে রবিবারও পাবেন এই মেট্রো পরিষেবা!

Last Updated:

Kolkata Metro: কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরে রবিবার থেকে পুনরায় পরিষেবা চালু থাকবে। দুপুর ২:১৫ থেকে রাত ৯:৪৫ অবধি মিলবে এই পরিষেবা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরে এ বার থেকে রবিবার করে পরিষেবা চালু থাকবে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড  লাইনে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত রবিবারে কোনও মেট্রো বন্ধ থাকবে না। কিছুদিন আগেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, ইস্ট-ওয়েস্ট করিডরে লাইনে রবিবার করে কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চলবে। সেই কারণে পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ওই লাইনে রবিবার করে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল।
কিছুদিন আগেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, ইস্ট-ওয়েস্ট করিডরে লাইনে রবিবার করে কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চলবে।
কিছুদিন আগেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছিল, ইস্ট-ওয়েস্ট করিডরে লাইনে রবিবার করে কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চলবে।
advertisement

ভাই বলেছিল, ‘তুমি খুব সুন্দর, কেউ কেড়ে না নেয়!’ পিজ্জা-কোল্ড ড্রিংকের অর্ডার দিয়ে ঝুলে পড়লেন প্রীতি!

কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে শহরের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে অন্যতম ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইন। এই লাইনটি সম্পূর্ণ ভাবে চালু হয়ে গেলে হাওড়া ময়দানের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে সল্টলেক সেক্টর ফাইভ। বর্তমানে দু’টি ভাগে পরিষেবা চলে এই লাইনে। একটি ভাগে পরিষেবা হাওড়া ময়দান থেকে গঙ্গার নীচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল করে। অন্য ভাগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করে মেট্রো।

advertisement

ট্রেন ছুটছিল স্পিডে, পরিবারের সঙ্গে সফর করছিল নাবালিকা, সে ‘টয়লেটে’ যেতেই যা ঘটল…! হতবাক GRP, নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ!

রবিবার ছুটির দিন হওয়ায় যাত্রীসংখ্যা তুলনামূলক ভাবে কম থাকে। ফলে মেট্রো পরিষেবাও সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় রবিবার কম থাকে।এই অবস্থায় রবিবার করে ইস্ট-ওয়েস্ট লাইনে পরিষেবা বন্ধ রেখে প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে কমিউনিকেশন বেসড সিগন্যাল সিস্টেমের কাজ সম্ভবত শেষ হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তাই রবিবার পুনরায় পরিষেবা শুরু করা হচ্ছে। রবিবার পুরোদস্তুর ছুটির মুডেই থাকে মহানগর। তবে ছুটির দিন বলে পথঘাট যে জনশূন্য থাকে, এমনটা নয়। বিশেষ করে, হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করা লোকজনের সংখ্যা নেহাত কম থাকে না। ওই যাত্রীদের কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর কর্তারা ঘোষণা করেছিলেন যে, রবিবারও চালু করা হবে গ্রিন লাইন টু-র পরিষেবা।শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে অবশ্য চলবে না রবিবার মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দুটো রুটেই চলবে মেট্রো। কাজের জন্য এই দুই রুটের মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। দুপুর ২:১৫ উভয় প্রান্ত থেকে প্রথম মেট্রো। রাত ৯;৪৫ মিনিটে উভয় প্রান্ত থেকে শেষ মেট্রো।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সুখবর! হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, এবার থেকে রবিবারও পাবেন এই মেট্রো পরিষেবা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল