ট্রেন ছুটছিল স্পিডে, পরিবারের সঙ্গে সফর করছিল নাবালিকা, সে 'টয়লেটে' যেতেই যা ঘটল...! হতবাক GRP, নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Train Toilet:পরিবার-সহ সফর করছিল এক নাবালিকা। ট্রেনের শব্দের মাঝে কেউ টেরও পায়নি, ঠিক কখন টয়লেটের দরজাটা বন্ধ হল। তার পর যা ঘটল, তা শুধু মেয়েটিকেই নয়, কাঁপিয়ে দিল গোটা রেল বিভাগকে।
ট্রেন ছুটছিল নিয়ম মতো। জানলার বাইরে তখন ধাবমান গ্রাম, গাছ, মাঠ। ভেতরে পরিবার-সহ সফর করছিল এক নাবালিকা। ট্রেনের শব্দের মাঝে কেউ টেরও পায়নি, ঠিক কখন টয়লেটের দরজাটা বন্ধ হল। (Representational Image)
advertisement
তার পর যা ঘটল, তা শুধু মেয়েটিকেই নয়, কাঁপিয়ে দিল গোটা রেল বিভাগকে। সেই নাবালিকা মেয়ে টয়লেটে যেতেই বিপত্তি। তাকে অনুসরণ করল কে? যা হল, সেটাকে ভয়ঙ্কর বললেও কম বলা হবে। (Representational Image)
advertisement
GRP জানিয়েছে, ৩ এপ্রিল সকালে ঘটনাটি ঘটে। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদগামী ট্রেনে পরিবার-সহ যাত্রী ছিল মেয়েটি। সেই সময়েই ট্রেনের ভিতরে ঘটে যায় এই লোমহর্ষক ঘটনা। (Representational Image)
advertisement
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে সবসময়ই সচেষ্ট। তবে মাঝে মধ্যেই এমন সব ভয়ঙ্কর ঘটনা সামনে আসে, যা নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলে। তেমনই একটি ঘটনা ঘটল চলন্ত ট্রেনে, যা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।
advertisement
GRP সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি টেলেঙ্গানার মধ্য দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, মেয়েটি টয়লেটে গেলে এক সহযাত্রী তাঁকে অনুসরণ করে এবং সেখানে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায়। (Representational Image)
advertisement
GRP জানিয়েছে, অভিযুক্তের বয়স আনুমানিক ২০ বছরের বেশি। সেকেন্দরাবাদ রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে। (Representational Image)
advertisement
এর কয়েকদিন আগেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন এক তরুণী এই ঘটনার কয়েকদিন আগেই, ২২ মার্চ, আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক ২৩ বছরের তরুণী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন।
advertisement
অভিযোগ, তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। সেদিন তিনি একা মহিলা কামরায় যাত্রা করছিলেন সেকেন্দরাবাদ থেকে মেডচালগামী MMTS ট্রেনে। আলওয়াল স্টেশনে অন্যান্য দুই মহিলা যাত্রী নেমে যাওয়ার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কামরায় ঢুকে পড়ে এবং তাঁকে আক্রমণ করার চেষ্টা করে। এই ঘটনার পরেও মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।