ট্রেন ছুটছিল স্পিডে, পরিবারের সঙ্গে সফর করছিল নাবালিকা, সে 'টয়লেটে' যেতেই যা ঘটল...! হতবাক GRP, নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Train Toilet:পরিবার-সহ সফর করছিল এক নাবালিকা। ট্রেনের শব্দের মাঝে কেউ টেরও পায়নি, ঠিক কখন টয়লেটের দরজাটা বন্ধ হল। তার পর যা ঘটল, তা শুধু মেয়েটিকেই নয়, কাঁপিয়ে দিল গোটা রেল বিভাগকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অভিযোগ, তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। সেদিন তিনি একা মহিলা কামরায় যাত্রা করছিলেন সেকেন্দরাবাদ থেকে মেডচালগামী MMTS ট্রেনে। আলওয়াল স্টেশনে অন্যান্য দুই মহিলা যাত্রী নেমে যাওয়ার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কামরায় ঢুকে পড়ে এবং তাঁকে আক্রমণ করার চেষ্টা করে। এই ঘটনার পরেও মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
