তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে সেন্ট্রাল ফোর্স মোতায়েনের জন্য নোডাল অফিসারের নম্বর চেয়ে চিঠি পাঠিয়েছে। তার জবাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কতজনকে জেলে পুরতে পারবেন? বলুন তো? ড্যামেজ ম্যানেজ করা যায় না।”
এই দিনই ধর্মীয় রাজনীতি নিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, “হঠাৎ মা কালী, মা দুর্গার নাম মনে পড়ছে! রাজবংশীদের চিঠি পাঠিয়ে বিভাজনের খেলা খেলছে কেন্দ্র।”
advertisement
মোট রোহিঙ্গা কত? ভারতে কত? হিসেব বের করলেন মমতা, একুশের মঞ্চে ফাঁস করলেন বিজেপির ‘মিথ্যাচার’
আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে? তাহলে এখনই এটা করুন, নইলে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাবে!
🟠 ডিটেনশন ক্যাম্প ও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আশঙ্কা
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি সরকার এমন একটি সার্কুলার পাঠিয়েছে যা শুধু বিজেপি-শাসিত রাজ্যগুলোতে কার্যকর হয়েছে। তিনি বলেন, “এই সার্কুলার আমাদের রাজ্যে পাঠানো হয়নি। ২ মে তা পাঠানো হয় বিজেপি-শাসিত রাজ্যগুলিতে। যাতে সন্দেহ হলেই এক মাস ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা যায়।”
তাঁর বক্তব্য, এই নীতির ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজারেরও বেশি বাঙালি আটক হয়েছেন, যা তিনি “রাজনৈতিক ষড়যন্ত্র” বলেই ব্যাখ্যা করেন।
নতুন ঘোষণায় চমক: ‘দুর্গাঙ্গন’
সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, জগন্নাথ মন্দিরের ধাঁচে গড়া হবে একটি ‘দুর্গাঙ্গন’। যা সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। তাঁর কথায়, “জগন্নাথ মন্দির যেমন আছে, তেমনই দুর্গাঙ্গন গড়া হবে। সারা বছর মা দুর্গা দর্শন করতে পারবেন মানুষ।”
বাংলা ভাষার ওপর ‘অত্যাচার’র বিরুদ্ধে অভিযান
বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে প্রতিটি শনিবার এবং রবিবার রাজ্য জুড়ে চলবে প্রতিবাদ মিছিল ও জনসভা। বলেন, “বাংলা ভাষার উপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। প্রত্যেক শনি ও রবিবার প্রতিবাদ মিছিল করুন।” আগামি ২৭ জুলাই ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা।